কয়েকদিন আগে সূত্র মারফৎ খবর পেয়ে , কাশ্মীরের  শোপীয়াণ এলাকায় অভিযান চালাতে যায় ভারতীয় সেনা । সেখানে ঠিক কোন বাড়ীতে আতঙ্ক বাদীরা লুকিয়ে আছে তা বুঝতে অসুবিধা হওয়ায় সেনা বাহিনী ” জুম” কে ছেড়ে ডেয়। ”জুম” অল্প ক্ষণের মধ্যেই আতঙ্কবাদী দের লুকিয়ে থাকা ডেরায় পৌছে যায় । আতঙ্কবাদী দের কাছে  স্বয়ংক্রিয় AK-47  রাইফেল থেকে ”জুম” কে লক্ষ্য করে গুলি চালায়। ”জুম” এর দুটি গুলি লাগে তারপরেও সে দুইজন আতঙ্কবাদী কে আক্রমণ করে ঘায়েল করে দেয়। পরবর্তী কালে ভারতীয় সেনা দুই আতঙ্কবাদী কে শেষ করে ।

এরপরেই আহত ”জুম” কে সেনা বাহিনীর বিশেষ পশু হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ৪৮ ঘণ্টা মৃত্যুর সাথে লড়াই করে হেড়ে যায় ” জুম” ।

আজ পূর্ণ রাষ্ট্রীয় সম্মানের সাথে ”জুম” এর শেষ কৃত্য সম্পন্ন হয় । অন্যান্য বীর শহীদ দের মতই তাকেও সেনা বাহিনী শেষ সম্মান জানায় ।