আজ একটু আগেই প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ও বিখ্যাত প্রাক্তন পাক ক্রিকেটার  ইমরান খানের ওপর প্রাণঘাতী হামলা হয়েছে । পাক মিডিয়া জানাচ্ছে ইমরান খানের বাম হাতে গুলি লেগেছে। এই মুহূর্তে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । আততায়ী A K 47  থেকে গুলি চালায় ।

স্থানীয় মানুষ ও ইমরান খানের সমর্থকরা আততায়ী কে ধরে ফেলে পুলিসের হাতে তুলে দিয়েছেন। ইমরান খাণ আজ তেহকীক আজাদি মার্চ জনসভায় মিছিলে অংশ গ্রহণ করেছিলেন, তখনই এই ঘটনা ঘটে।  অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেণ বলেই অনেকে ধারণা করছেন।