বিগত বেশ কিছু বছর ধরে বিয়ের আগে প্রিওয়েডিং শুট বা বিয়ের আগে নানন রকম রোমান্টিক পোজে ছবি তোলা টা হয়ে উঠেছে এক অন‍্যতম প্রধান নিয়ম। যেখানে হবু দম্পতি একজন নামী এবং দক্ষ ফটোগ্রাফার কে বেশ মোটা অঙ্কের টাকা দিয়ে নিয়োগ করেন তাদের বিবাহের আগে থেকে শুরু করে বিবাহের পর অবধি বেশ কিছু দারুন মুহূর্তের ছবি ক‍্যামেরা বন্দি করে দিতে পারেন।

বিয়ে তো একবারই হবে, তাই তার স্মৃতি কে ধরে রাখতে এই অভিনব প্রথা প্রিওয়েডিং ফটোশুট।
বিয়ের দিনের বেশ কিছুদিন আগেই ফটোগ্রাফারের সাথে হবু দম্পতি আলোচনা করেই ঠিক করেন তারা ঠিক কেমন ভিডিও ও ছবি চান। সেই মতোই ঠিক হয় শুটিংয়ের জায়গা ও আনুসঙ্গিক জিনিস। গঙ্গার ধার থেকে বাঁশ বন, ভাঙাচোরা বাড়ী থেকে মন্দির আবার কখনও একেবারে জলের তলায় গিয়েও প্রিওয়েডিং শুটের নমুনা আগে দেখা গেছে। তবে এবার সামাজিক মাধ্যমে ভাইরাল হল অন‍্য রকমের প্রিওয়েডিং ভিডিও শুট।

একেবারে ৯০ এর দশকের হিন্দি সিনেমার অনুকরনে, বাইকের পিছনের সিটে নতুন কনে কে বসিয়ে একটা আস্ত স্করপিও গাড়ী কে টপকে উড়ে যাচ্ছেন বর।

ভিডিও টি ভাইরাল হয়েছে। ইতিমধ্যে ৫ হাজার নেটিজেন এই ভিডিও দেখে হতবাক হয়েছেন।

আপনাদের জন‍্য রইলো সেই ভিডিওর লিঙ্ক।