Headlines
Home » বিখ্যাত পাঞ্জাবী গায়ক দালের মেহেদির ২ বছরের কারাবাস

বিখ্যাত পাঞ্জাবী গায়ক দালের মেহেদির ২ বছরের কারাবাস

Soumen D : ভারতের বিখ্যাত পাঞ্জাবী পার্শ্ব- গায়ক ও পপ ভাঙরা গায়ক দালের মেহেদি কে পাতীয়ালা আদালত ২ বছরের জন্য কারাবাসের নির্দেশ দিলেন ।

দালের মেহেদি যিনি ভারতীয় সংগীত জগতে অন্যতম পরিচিত নাম তার কিছু বিখ্যাত গানের জন্য ।  যেমন – বোলো তা রা রা রা , টূণাক টূণাক টূণ ইত্যাদি । হিন্দি চলচিত্র ছাড়াও তিনি তার তার বেশ কিছু একক পাঞ্জাবী পপ সংগীতের এ্যালবাম প্রকাশ করে ভারত তথা পৃথিবী জূড়ে বিখ্যাত হয়েছিলেন।

প্রায় গোটা পৃথিবীতেই তার গানের গুণমুগ্ধ শ্রোতা রয়েছেন এবং তার মধ্যেয় বিদেশী দের সংখ্যা নেহাত কম নয়। আর এই কারণেই অন্যান্য সংগীত শিল্পীদের মত তাকেও ভারতের বাইরে বিদেশে যেমন কাণাডা, অস্ট্রেলিয়া , ব্রাজিল , ওমাণ, পাকিস্থান ইত্যাদি নানান দেশে তাকে সংগীতের একক শো করতে জেতেন। এখানেই বিপত্তির শুরু।

 

গোটা পৃথিবীবাসী দালের মেহেদি কে চিনতেন তার বিখ্যাত গান আর উজ্জ্বল পাগড়ীর সাথে আলখাল্লা পোশাকের জন্য । কিন্তু এবার তার অপরাধ জগতের কলঙ্ক গায়ে লেগে গেল তার লোভের জন্য । দালের বিদেশে তার একক সংগীত পরিবেশনের যে সব শো তে যেতেন তার জন্য বেশ মোটা অঙ্কের টাকা পারিশ্রমিক হিসাবে নিতেন কিন্তু তার মধ্যেও তার অর্থের প্রতি লোভ বেড়ে গেল। ১৯৯৮-৯৯ সালে দালের মেহেদি ১০ জন ভারতীয় নাগরিক কে অবৈধ ভাবে আমেরিকা নিয়ে যান। ঐ ১০ জন ভারতীয় কে তার সংগীত দলের সদস্য বলেই সেই সময় পরিচয় দিয়েছিলেন আর পরবর্তী কালে বিদেশে নিয়ে যাবার জন্য ঐ ১০ জন ভারতীয় নাগরিকের থেকে অর্থ সংগ্রহ করেন । ২০০৩ সালে দালের মেহেদির ওপর মানব পাচার এর অভিযোগে মামলা দায়ের করা হয় । প্রায় ১৫ বছর শুনানি চলার পর পাটীয়ালাড় জুডিশিয়াল ম্যজীসট্রেট আদালতে তার ২ বছরের  কারা বাস ও  সাথে ২০০০ টাকা  জরিমানা ঘোষণা হয়। সেই মুহূর্তে দালের মেহেদি জামিনে আবার মুক্তি পেয়ে আবার নতুন করে পাটীয়ালা সেশন কোর্টে মুক্তির আবেদন করেন কিন্তু এবার তিনি এখানে রেহাই পেলেন না। এবং তাকে কোর্টেই গ্রেফতার করে পাটীয়ালা জেল এ পাঠানো হয়। এই জেলেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও কংগ্রেস নেতা ণোভজ্যোত সিং সীধু ও অন্য একটি মামলায় জেল হাজত বাস করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!