Headlines
Home » মহানায়ক উত্তম কুমার স্মরনে EIMPA- র উদ্যোগে ৭ম রক্তদান শিবির

মহানায়ক উত্তম কুমার স্মরনে EIMPA- র উদ্যোগে ৭ম রক্তদান শিবির

সিমরান মণ্ডল :  বাঙলা চলচিত্রের প্রবাদ প্রতিম ও চিরকালীন মহানায়ক উত্তম কুমারের স্মরণে আজ  Eastern India Motion Pictures Association – র উদ্যোগে হয়েগেল ৭ম রক্তদান শিবির। প্রতিবছর জুলাই মাসে মহানায়কের মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর স্মরনে এই রক্তদান শিবির আয়োজন করা হয়।

ইম্পার [ EIMPA] বর্তমান সভাপতি শ্রীমতী পিয়া সেনগুপ্ত জানান, আজকের এই রক্তদান উৎসব সাফল্য মণ্ডিত করতে উপস্থিত ছিলেন আর্টিস্ট ফোরাম, ডিরেক্টরস গিল্ড ও সিনে টেকনিশিয়ান সমিতির সকল সদস্যরা। এছাড়া উপস্থিত ছিলেন শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় ,  শ্রীমতী নয়না বন্দ্যোপাধ্যায় , শ্রী দেবাশিস কুমার, পরিচালক শ্রী অনুপ সেনগুপ্ত, অভিনেতা বনি সেনগুপ্ত ও শ্রী দিগন্ত বাগচি । রক্তদান উৎসব কে সাফল্য মণ্ডিত করার জন্য শ্রীমতী পিয়া সেনগুপ্ত সকলের কাছে কৃতজ্ঞতা স্বীকার করেন।

https://youtu.be/hJ5VTz-ZeVc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!