আজ  মুম্বাই বিমানবন্দরে অবতরনের পরেই (বিখ্যাত অভিনেতা) বলিউড বাদশা শাহরুখ খান কে শুল্ক দফতর আটক করে রাখেন।

শাহরূখ শারজা তে একটি আন্তর্জাতিক বই মেলায় গিয়ে ছিলেন অতিথি হিসাবে এবং সেখানে তাকে গ্লোবাল আইকন অফ্ সিনেমা এন্ড কালচারাল ন‍্যারেটিভ এওয়ার্ডে সম্মানিত করা হয়।

সুত্রের খবর অনুযায়ী, সেখান থেকেই একটি প্রাইভেট জেট এ ফেরার পথে শাহরুখ খানের ব‍্যাগে মুম্বাই বিমানবন্দরে শুল্ক দফতরের আধিকারিকরা একটি বহু মূল‍্য ঘড়ি দেখতে পান যার আনুমানিক মূল‍্য প্রায় ২০ লক্ষ‍্যের কাছাকাছি।

শাহরূখ খান ও তার আপ্ত সহায়ক কে শুল্ক দফতর কিছু সামান্য আনুষ্ঠানিকতার পরে ছেড়ে দিলেও তার দেহ রক্ষীদের এবং অনান‍্য সদস‍্যদের সারারাত জিজ্ঞাসাবাদ করে সকালে ছাড়া হয়।

সুত্রের মাধ্যমে জানা যাচ্ছে, উক্ত দামি ঘড়িটির জন‍্য সঠিক বা সন্তোষজনক কোন উত্তর শাহরূখ না দিতে পারার তাকে প্রায় ৬.৮৩ লক্ষ‍ টাকা শুল্ক দিয়েই ছাড় পেতে হয়েছে।