রাজনৈতিক তরজা করতে গিয়ে নজির বিহীন ভাবে দেশের রাষ্ট্রপতি কে তার চেহারা নিয়েই, কদর্য ভাষায় প্রকাশ্যে চরম অপমান করলেন নন্দীগ্রামের তৃনমূল নেতা অখিল গিরী।
গতকাল একটি স্থানীয় জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃনমূল নেতা অখিল গিরী বলেন, ” আমরা রুপের বিচার করিনা, তোমার রাষ্ট্রপতির চেয়ার কে আমরা সম্মান করি। তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা !”
সাথে সাথে অপমানিত হল গোটা দেশ ও দেশবাসী। বলা বাহুল্য এরাই তৃনমূলের জঞ্জাল। এরাই দলটা শেষ করাল মুলে।
ভিডিও টি টুইটারে ভাইরাল হয়। আপনাদের জন্য রইলো সেই ভিডিওর লিঙ্ক।
Statement:
This is an irresponsible comment & does NOT represent the views of @AITCofficial.
We are extremely proud of the President of India & hold her & her office in the highest regard. https://t.co/v571435Snv
— Saket Gokhale (@SaketGokhale) November 12, 2022