Headlines
Home » রীতাভরী কে দেখা গেল মা দুর্গা রূপে ।

রীতাভরী কে দেখা গেল মা দুর্গা রূপে ।

বাঙলা তথা বলিউডের নতুন বাঙালী নায়িকা রীতাভরী চক্রবর্তী কে দেখা গেল মা দুর্গা রূপে । তিনি নিজেই তার সামাজিক মাধ্যমে তার এই ছবি শেয়ার করে জানিয়েছেন, এবছর তিনি দক্ষিণপাড়া সার্বজনীনের ব্র্যান্ড এম্বাসাডার তার সাথে তার অনুগামী দের কেও আমন্ত্রণ জানিয়েছেন দক্ষিণপাড়া সার্বজনীনের পুজো মণ্ডপে।

।। এবার পূজো নজরকাড়া
আসতেই হবে দক্ষিণপাড়া ।।

এলো শরৎ, এলো উৎসবের দিন, এলো শুভক্ষণ। দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির এবছরের শারদীয়া উৎসবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি। সকলের কাছে বিনীত অনুরোধ, আসুন, একসাথে সামিল হই এই মহামিলনের উৎসবে। ❤️

সভাপতি : শ্রী রাজীব চৌধুরী

সৃজনে : পাপাই সাঁতরা
প্রতিমা : দীপঙ্কর পাল
আবহ : সৈকত দেব
আলোক নির্দেশনায় : কুণাল পাঠক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!