একেবারে ভানুমতির খেল।
ঘটনাটি ঘটেছে আর কোথাও নয় একে বারে খোদ রাজধানীর বুকে। দিল্লীর নিজামুদ্দিন রেল ষ্টেশনে এক ব‍্যাক্তি টিকিট কাউন্টারে, টিকিট চেয়ে দাম, টিকিটের মুল‍্য প্রদান করতে একটি 500 টাকার নোট টিকিট কাউন্টারে বসা ব‍্যাক্তিকে দেন, কাউন্টারে বসা ব‍্যাক্তি 500টাকার নোট টি হাতে নিয়েই মুহুর্তের মধ‍্যে বদলে 20 টাকার নোটে পরিবর্তন করেদেন এবং আরও টাকা দাবী করেন ।

এর পরে ঠিক কি ঘটেছিল তা এখনো জানা যায়নি। তবে এই ঘটনার ভিডিও ধারন করেছিলেন ভুক্তভোগী নিজেই যা টুইটারে ভাইরাল হয়েছে এবং গোটা দেশে হইচই পড়েগেছে। কোথাও নিরাপত্তা নেই। কেন্দ্রীয় সরকারি সংস্থায় যদি এই রকম ভাবে সাধারন মানুষ কে ঠকানো হয়, তাহলে সাধারণ মানুষ নিরাপদ কোথায় এখন এই প্রশ্নটাই উঠছে।