নেট জগতে প্রতি মুহূর্তে ভাইরাল হয় বেশ কিছু ছবি ও ভিডিও । সেরকম -ই একটি ভিডিও ভাইরাল হতে দেখা গেল । যা দেখে নেট নাগরিকরা খূব আনন্দ পেয়েছেন । ইতিমধ্যেই এই ভিডিও টি ৫ লাখের বেশী মানুষ দেখে ফেলেছেন। লাইক করেছেন ৩০ হাজারের বেশী সাথে সাথে তারা শেয়ার ও করছেন প্রচুর পরিমানে ।
ভিডিও টি তে দেখা যাচ্ছে , একটি ডাইনিং হলে রাখা পিয়ানো তে একটি পোষা ”বীগেল” প্রজাতির সারমেয় তার নিজের মতো করে পিয়ানো বাজিয়ে তাতে সুর দিয়ে গাইবার চেষ্টা করছে। ২মিনিট ২০ সেকেন্ডের এই ভিডিও জূড়ে রয়েছে এই সারমেয়টির অভূতপূর্ব কাণ্ড ।
আপনাদের জন্য রইল সেই ভিদিও-র লিঙ্ক ।
https://www.facebook.com/watch/?extid=WA-UNK-UNK-UNK-AN_GK0T-GK1C&v=3302497536665002
Post Views: 439