পুজোর আনন্দে গোটা শহর যেখানে আনন্দে মাতোয়ারা ,  সেখানেই ষষ্ঠীর সন্ধ্যায় সল্টলেকের পানশালায় ঘটে এই ঘটনা । ঘোটনার সূত্রপাত , সল্টলেকের “Go Where” পানশালায় কিছু যুবক  যুবতী গানের সাথে নেচে আনন্দ করছিলেন তখনই তাদের মধ্যে থেকে একজন পানশালার ”ডি জে” কে বাংলা গান চালানোর অনুরোধ করায় বাধে তর্ক । পানশালার ”ডি জে” ও মালিক পক্ষ এর প্রতীবাদে যুবক যুবতী দের গালিগালাজ করে ও ধমকি দেয় ।

এরপরেই খবর যায় বাংলাপক্ষ-র কাছে । বাংলা পক্ষ এসে পাল্টা ধমক দিতেই পানশালায় বেজে ওঠে বাংলা গান।