পুলমা দত্ত ; কলকাতা : গতকাল অর্থাৎ সোমবার সকাল থেকে তাপপ্রবাহ চললেও বিকালে এক নিমেষেই আবহাওয়ার পর্বির্তন দেখা যায় রাজ্যে। কিছু সময়ের মধ্যেই কলকাতার একাধিক জায়গা লন্ডভন্ড হয়ে যায় , গাছ ভেঙে পড়ে । আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতায় ঘণ্টায় ৮৪ কিলোমিটার বেগে ঝড় চলেছে কলকাতায় । বিভিন্ন জেলায় ঝড়ের কারণে মৃত্যু হয়েছে ৩ জনের ।
সোমবারের পর আজ অর্থাৎ মঙ্গলবার ও ঝড় বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর।
বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ সহ সমগ্র রাজ্যে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। বিশেষ করে উত্তরবঙ্গের কালিম্পং , দার্জিলিং , শিলিগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হওয়া দপ্তর। কলকাতার আকাশ আজ সকাল থেকেই রোদ ঝলমলে তবে কাল ও এমনটাই ছিল , হটাৎ কিছু মিনিটের মধ্যে রূপ পাল্টাতে থাকে আবহাওয়া ।
হওয়া দপ্তর জানিয়েছে , আজ অর্থাৎ মঙ্গলবার দুই ২৪ পরগনা , নদীয়া ও মূর্শিবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে , সাথে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া । এছাড়াও দক্ষিণবঙ্গের পুরুলিয়া , ঝাড়গ্রাম , পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কিন্তু কলকাতায় বৃষ্টি হবে কি না তা স্পষ্ট নয় ।