Home » হেক্সাগন ইন্ডিয়া সামিট 2022

হেক্সাগন ইন্ডিয়া সামিট 2022

হেক্সাগন ইন্ডিয়ার বহু প্রত‍্যাশিত প্রযুক্তিগত শীর্ষক সম্মেলন হয়ে গেল কোলকাতার নভোটেল হোটেলে। মাইনিং ও জিওস্পেশিয়াল এবং হেক্সাগনের সমাধান পোর্টফোলিও নিয়ে আলোচনা ও অভিঞ্জতা শেয়ার করে নেবার জন‍্যই এই সম্মেলন অনুষ্ঠিত হয়। কি ভাবে হেক্সাগন শিল্প, উৎপাদন, অবকাঠামো, পাবলিক সেক্টরে গতিশীলতা আনতে পারে সেই নিয়েই আলোচিত হয় এই অনুষ্ঠানে।

হেক্সাগন ইন্ডিয়া সামিটটি উদ্বোধন করেন রনধীর কুমার, আই এ এস সচিব, আইটি ও ইলেকট্রনিক বিভাগ, ডব্লিউবি এবং ব‍্যবস্থাপনা পরিচালক WEBEL এবং এতে উপস্থিত ছিলেন প্রমোদ কৌশিক, প্রেসিডেন্ট হেক্সাগন ইন্ডিয়া, মনোজ শর্মা, ডিরেক্টর মার্কেটিং এন্ড সেলস এক্সিলেন্স, ভাস্কর জেভি, আই এফ এস, প্রধান বন সংরক্ষক, ওয়ার্কিং প্ল‍্যান এবং জি আই এস সার্কেল বিভাগ। পরিবেশ ও বন, পশ্চিমবঙ্গ সরকার, আশীষ কুমার জেনা, যুগ্ম সচিব ওড়িশা।

এই শীর্ষ সম্মেলনে, সর্বাধুনিক প্রযুক্তি যা জরিপকারীদের দ্রুত জরিপ করতে সহায়তা করে তা নিয়ে আলোচনা হয়। অসামান্য গুনমানের সঙ্গে ক্লায়েন্টদের চাহিদা মেটাতে নয়া দিশার উদ্ভাবন করে। জি আই এস, রিমোট সেন্সিং এবং ফটোগ্রামমোট্রি সফটওয়্যারে হেক্সাগনের পাওয়ার পোর্টফোলিওতে সর্বশেষ প্রযুক্তির অগ্রগতির দিকটিও তুলে ধরে সুচারু ভাবে।

ভারতে, হেক্সাগনের 2100 র বেশি কর্মচারী রয়েছে যার অফিস 14টি শহরে এবং দুটি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে ( হায়দ্রাবাদ ও পুনে ) রয়েছে। কলকাতায় হেক্সাগন ইন্ডিয়া একটি অত‍্যাধুনিক পরিষেবা কেন্দ্র সহ 25 আগষ্ট সেক্টর 5 ইকো সেন্টারের সন্নিকটে তার নতুন অফিস খুলছে।

এই উপলক্ষ্যে, হেক্সাগন ইন্ডিয়ার প্রেসিডেন্ট প্রমোদ কৌশিক বলেন – ” ডেটা হেক্সাগনের ডিএনএ তে রয়েছে। আমরা 20 বছরের বেশী সময় ধরে সেন্সর সলিউশনে একজন নেতা হিসাবে কাজ করে চলেছি। ভারত বরাবরি হেক্সাগনের প্রতি মনোযোগী। প্রযুক্তি গ্রহন এবং আর্থ-সামাজিক উন্নয়ন উভয় ক্ষেত্রেই এটি ধারাবাহিক ভাবে বৃদ্ধি পাচ্ছে এবং অমরা আমাদের দেশের সরকার, বেসরকারি উদ্যোগ, কৃষক এবং নাগরিকদের সাহায্য ও সেবা করার ক্ষেত্রে আমাদের প্রযুক্তির মাধ্যমে এই বৃদ্ধির ক্ষেত্রে অবদান রাখার একটি বড় সম্ভাবনা দেখতে পাচ্ছি। কয়েক দশক ধরে আমরা প্রতিরক্ষা ও নিরাপত্তা,আইন প্রয়োগকারী, ম‍্যাপিং সংস্থা, তেল ও গ‍্যাস, শিল্প উৎপাদন, খনি,বন ও কৃষি, অটোমোবাইল শিল্প, পরিবহন, নগর রুপান্তর ইত‍্যাদিতে আমাদের গ্রাহকদের সেবা ও সহায়তা করে আসছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!