গান শুনতে কার না ভালোলাগে ? আমাদের জীবনের সুখ দূঃখের প্রায় প্রতিটি মুহুর্তের সাথী সঙ্গীত। বিশেষ করে আমদের সুখের ও আনন্দের মুহুর্তে তো সঙ্গীতই সব থেকে বড় সাথী।

কিন্তু এবার আনন্দে প্রখ্যাত পাঞ্জাবী গায়ক দালের মেহেন্দির হো বোলো তারা রারা-র গানের সাথে নেচে ভাইরাল হল এই সারমেয়।


দেখা যাচ্ছে সারমেয়টি তার প্রভুর সাথে আনন্দে এই জনপ্রিয় গানটির সাতে নাচছে। যা দেখে নেটিজেনরাও বেজায় আনন্দ পেয়েছেন।

আপনাদের জন‍্য রইলো সেই ভিডিওর লিঙ্ক।

 

View this post on Instagram

 

A post shared by Simba 🐾 (@simbabasingh)