শারদ উৎসব মানেই ঢাকের আওয়াজ। ঢাকে কাঠি না পড়লে মনেই হয়না যে পুজো এসেছে। কিন্তু কবে থেকে এই ঢাক বাজানো শুরু তা সঠিকভাবে জানা যায়নি। তবে আমরা দুর্গা পুজো মানেই বুঝি ঢাকের বাদ‍্যি। পাড়ার প‍্যান্ডেল থেকে বনেদি বাড়ির দুর্গা পুজোতে ঢাক আর ঢাকী থাকবেই।

কাশফুল ফোটার সাথে সাথেই ঢাকীরাও প্রস্তুত হন শহরের মন্ডপ ও বনেদী পুজো বাড়ীগুলিতে ঢাক বাজানোর জন‍্য। বারোয়ারী পুজো সাবেকিয়ানা থেকে কর্পোরেট জগতের থিম পুজোয় পরিবর্তিত হলেও একই রয়েগেছে ঢাকের বোল।

কিন্তু প্রাচীন এই ঢাক ও ঢাকীরা পুজোর চারটে দিন আমাদের আনন্দ দেবার পর সামান‍্য কিছু পারিশ্রমিক নিয়ে বাড়িতে ফেরেন। আমরা ভুলে যাই তাদের। পুজোয় হাজারো পুরস্কার তথা শ্রেষ্ঠত্বের সম্মান থাকে। সেরা প্রতিমা, সেরা থিম, সেরা আলোকসজ্জা, সেরা সিংহ, সেরা পরিবেশ , সেরা সুরক্ষা  ইত্যাদি, কিন্তু  এই ঢাকীরা থেকে গেছেন ব্রাত‍্য। তাই এবার তাদের শিল্পীর সম্মান জানাতে আমারা শুরু করলাম ” শ্রেষ্ঠ ঢাক সম্মান- ২০২২”।

এবছর কলকাতার বিখ্যাত ১৫০ টি পুজো কমিটির মধ‍্যে কে জিতে নেবে শ্রেষ্ঠ ঢাক সম্মান এবার সেটাই দেখার।