Home » ২০২৫ সালে অস্কার পেতে চলেছে ভারতীয় ছবি ‘লাপাতা লেডিস’

২০২৫ সালে অস্কার পেতে চলেছে ভারতীয় ছবি ‘লাপাতা লেডিস’

অম্বিকা কুন্ডু, কলকাতা
সোমবার ‘ফিল্ম ফেডারেশন’এর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ২০২৫ সালে অস্কারের ‘ফরেন ফিল্ম’ ভারত থেকে স্থান পেয়েছে কিরণ রাওয়ের ‘লাপতা লেডিজ’।

বিনোদনের জগতে সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার হলো দ্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’ যাকে সবাই অস্কার বলে চেনে। ২০২৫ সালে ‘ফরেন ফিল্ম’ বিভাগে ভারত থেকে যাওয়া ১২টি হিন্দি ছবি, ৬টি তামিল ছবি, ৪টি মলয়ালি ছবির অন্যতম ‘লাপতা লেডিজ’। এই বছরে জুরি সদস্যের সংখ্যা ছিল ১৩। এই ছবি ‘অ্যানিম্যাল’, ‘কিল’, ‘কলকি ২৮৯৮ এডি’, ‘শ্রীকান্ত’, ‘চন্দু চ্যাম্পিয়ন’, ‘জোরাম’, ‘ময়দান’, ‘স্যাম বাহাদুর’, ‘আর্টিকল ৩৭০’-এর মতো ২৯টি ছবির সঙ্গে লড়াই করেছে। তালিকায় এই বছর জাতীয় পুরস্কারজয়ী মলয়ালি ছবি ‘অট্টম’ও ছিল। এছাড়াও তালিকায় ছিল কান-জয়ী পায়েল কপাডিয়ার ‘অল উই ইম্যাজিন অ্যাজ লাইট’।

‘লাপতা লেডিস ‘ ছবির পরিচালনায় ছিলেন কিরণ রাও, এবং প্রযোজনায় চলিলেন কিরণ রাও, আমির খান, জ্যোতি দেশপাণ্ডে। অভিনয়ে এক ঝাঁক নতুন, টাটকা মুখ। নিতাংশি গোয়েল, প্রতিভা রাংতা, স্পর্শ শ্রীবাস্তব, ছায়া কদম, রবি কিশানের অভিনয় এই ছবিকে, এর সহজ অথচ মন ছুঁয়ে যাওয়া গল্পকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। বিপ্লব গোস্বামীর লেখা পুরস্কারজয়ী গল্পের ওপর ভিত্তি করে তৈরি ‘লাপতা লেডিজ’। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন স্নেহা দেসাই।

গত বছর ‘টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ বিশেষ প্রদর্শনী হয় ‘লাপতা লেডিজ’ ছবির।
কিন্তু ‘লাপতা লেডিজ’ বিদ্যুৎ গতিতে জনপ্রিয়তা লাভ করে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তির পর। উপচে পড়া প্রশংসায় নতুন করে ভাসেন ছবির গোটা টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!