বৈশালী মণ্ডলঃ বাংলা চলচ্চিত্রের অন্যতম চেনা মুখ অভিনেতা প্রসুন গায়েন আজ সকালে তার সামাজিক মাধ্যমে অভিনয় জীবন থেকে অবসর নেবার কথা জানালেন। তিনি খুব স্পষ্ট করে জানিয়েছেন এই জগতে তার ওপরেও রাজনৈতিক ও মানষিক চাপ এসেছে নানান ভাবে। বলা বাহুল্য যে এই রাজনৈতিক চাপ টা সবুজ বনাম গেরুয়া চাপ নয়। চলচ্চিত্র জগতের লবি আর নেপোটিসমের কথাই বোঝানোর চেষ্টা করেছেন।
প্রসুন গায়েন কে আমরা দেখেছি বহু বাংলা চলচ্চিত্রে। দারুন অভিনয় জ্ঞ্যান থাকা সত্বেও তাকে খুব ছোট বা পার্শ্ব চরিত্রেই বেশী দেখা গেছে। তার সম-সাময়িক অন্য অভিনেতা – অভিনেত্রীরা ক্রমশ উন্নতি করলেও প্রসুন গায়েন কোথাও আটকেই ছিলেন। হয়তো তার নীতিগত দিক থেকে তিনি নিজের শৈল্পিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছিলেন। কিন্তু কোথাও গিয়ে এটা সেই সংঘাত বাধায়। কাজ না থাকলে সম্মুখীন হতে হয় অর্থনৈতিক মানসিক ও সামাজিক নানান সমস্যার। তাই তিনি হয়তো নিজেকে সরিয়ে নিলেন। তবে আমরা চাইবো যত দ্রুত সম্ভব তিনি আবার অভিনয় জগতে ফিরে আসুন। এই মুহুর্তে ওনার মত শিল্পীর বাংলা চলচ্চিত্রে খুব প্রয়োজন।