কলকাতা: বাংলা ছবির ‘আমার বস’-এর শুটিং সেটে ঘটল এক অনন্য মুহূর্ত—যেখানে কিংবদন্তি অভিনেত্রী রাখি গুলজার হঠাৎই অভিনেতা কঞ্চন মল্লিক-কে দেখে স্মরণ করলেন বলিউডের কমেডি আইকন পেন্টাল-কে। এই ছোট্ট অথচ হৃদয়গ্রাহী ঘটনা মুহূর্তেই প্রাণ জুগিয়েছে গোটা ইউনিটে।
ঘটনাটি ঘটেছিল এক স্বাভাবিক আড্ডার সময়। পুরো ইউনিটের মধ্যে গল্প, হাসি-ঠাট্টা চলছিল। সেই সময় রাখি দেবীর চোখ যেন কঞ্চনের চেহারা বিশ্লেষণ করছিল—মনে হচ্ছিল তিনি যেন কাউকে খুঁজছেন তাঁর মধ্যে।
পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় তখন মজা করে বলে ওঠেন, “কঞ্চন, তোকে দেখে এত চেনা চেনা লাগছে কেন?”

আর তখনই রাখি গুলজারের মুখে আসে সেই চমকপ্রদ নাম—“আরে পেন্টাল!”
এই মন্তব্যে হেসে ফেলেন সহ-পরিচালক নন্দিতা রায়-ও। তিনিও বলেন, “ঠিক বলেছো, দেখতে অনেকটা পেন্টালের মতোই…”
এই তুলনায় আপ্লুত কঞ্চন মল্লিক বলেন,
“রাখি গুলজারের মতো একজন কিংবদন্তির মুখে নিজের নাম শুনে মন ভরে উঠেছিল। তিনি যখন মজা করে আমাকে ‘পেন্টাল’ বলতেন, সেই অনুভব ভাষায় বোঝানো যায় না। হয়তো আমার নাকের গঠন বা মুখের অভিব্যক্তিতে তিনি মিল খুঁজে পেয়েছিলেন—কিন্তু পেন্টালের মতো একজন প্রতিভাধর অভিনেতার সঙ্গে তুলনা হওয়া আমার জীবনের অন্যতম গর্বের মুহূর্ত।”
রাখি পরে জানান, গল্পের মাঝে মাঝেই তাঁর চোখ গিয়ে পড়ছিল কঞ্চনের দিকে। মনের ভিতর তখন থেকেই চলছিল চিন্তার খেলা—এই চেহারাটা এত চেনা লাগছে কেন? শেষমেশ স্মৃতি যখন খুলে গেল, সেই মুহূর্তটা হয়ে উঠল ‘আমার বস’-এর সেটে এক মনোমুগ্ধকর স্মরণীয় অধ্যায়।
এই ধরনের মজার ও মানবিক মুহূর্তই প্রমাণ করে দেয়, শিল্পের মাধুর্য শুধু ক্যামেরার সামনেই নয়—পর্দার পেছনেও ঘটে যায় অসংখ্য সুন্দর গল্প।