গল্পটি একটি মেয়েকে নিয়ে যার নাম আলো। ছোট বেলা থেকেই তার বাবার স্বপ্নই তার নিজের স্বপ্ন। পড়াশোনা নিয়েই আলোর বেড়ে ওঠা । তার জীবন পাল্টে যায় যেদিন হঠাৎ তার বাবা বিয়ের প্রস্তাব নিয়ে আসে। তার বিয়ে ঠিক হয়ে একটি স্বনামধন্য ব্যাবসায়ী পরিবারের একটি ছেলের সঙ্গে । সে বাড়িতে চার ভাইয়ের মধ্যে প্রথম তিন জন বিবাহিত, বাড়ির ছোট ছেলের সাথে আলোর বিয়ে ঠিক হয়ে । বাড়ির ব্যবসা সামলায় তিন বৌ আর ভাইরা বাড়ির কাজকর্ম দেখভাল করে । এই পরিবারের মধ্যে লুকিয়ে আছে একটি রহস্য । আলো যখন এই পরিবারের সত্যতা জানতে পারে তখন তার জীবনের সামনে এসে পরে এক সংকট । কি করবে আলো ? আলো ‘র জীবনের স্বাধীনতা, নিজের সন্মান, নিজের স্বপ্ন ও লড়াই নিয়েই আলোর ঠিকানা।
নতুন ধারাবাহিক ‘আলোর ঠিকানা’, 19 September থেকে 9:30 PM -এ। শুধুমাত্র Sun Bangla -য় ।
Director – Rajiv Kumar
Producer – Surinder Films – Nispal Singh Rane
Alor Theekana – Cast
Heroine – Alo Bandhopadyay – Debadrita basu
Alo’s mother – Sutapa – Kaushiki
Alo’s father – Biren – Neel ( Sujon ) Mukherjee
Alo’s Mami – Baishaki Guho – Shampa Banerjee
Alo’s Mama – Biswajit Guho – Judhajit (tentative)
Hero – Abhiraj Chatterjee – Shourja (john) Bhattacharya
Abhiraj’s Mother – Charulata Chatterjee – Dolon di
Abhiraj’s Grandmother – Moitree Chatterjee – Ratna Ghoshal
Abhiraj’s 1st Brother – Debraj Chatterjee – Sankar Debnath
1st Boudi – Sabitri Chatterjee – Maitrayee di
Abhiraj’s 2nd brother – Subhoraj Chatterjee – Joyjit Banerjee
2nd Boudi – Ishita Chatterjee – Jaysree Mukherjee
Abhiraj’s 3rd Brother- Ritoraj Chatterjee – Anindya pulok
3rd Boudi – Nondini Chatterjee – Shakshi
First Week Cameo – Gourav – Rahul Dev Bose