কুশল দাশগুপ্ত : জগন্নাথ দেব ফিরছেন বাড়িতে।তাই তার আসার পথ পরিষ্কার করছেন ডেপুটি মেয়র।নিজে আজ ইসকন মন্দিরে গিয়ে প্রভু জগন্নাথ দেবের আর্শীবাদ নিয়ে নিজেই রাস্তা পরিষ্কার করতে নেমে পড়েন ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং অন্যান্য এম এম আই সি এবং কাউন্সিলারেরা।ছিলেন অভয়া বোসের মতন কাউন্সিলারেরা। ডেপুটি মেয়র নিজে জানান আজকের দিনে প্রভু জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে তার নিজের বাড়িতে ফিরে যান।
এই দিনটি অতি পুন্যের দিন।তাই আমরা প্রভু জগন্নাথ দেবকে প্রনাম করে তার এই পুন্য যাত্রার সঙ্গী হলাম। বৃষ্টির কারনে ভীড় কম হলেও মানুষ এসেছিলেন ইসকন মন্দিরে। বৃষ্টি থাকায় ছাতা নিয়েই হাটতে শুরু করে দেন ডেপুটি মেয়র নিজেই। তিনি জানান রথযাত্রা নিয়ে মানুষের আনন্দ এবং উন্মাদনা চোখে পড়বার মতন।এই দিনটি থেকেই পূজোর আনন্দ শুরু হয়ে যায়। প্রভু জগন্নাথ দেবের আর্শীবাদ আমাদের মাথায় থাকুক এবং সমস্ত মানুষ আনন্দে থাকুক এই প্রার্থনা করি প্রভুর কাছে জানালেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার।