বাঁকুড়া কোথাও হাঁটু সমান, কোথাও কোমর সমান জল বাঁকুড়ায়, ইন্দাসের বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন
টানা বৃষ্টিতে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের শ্রীরামপুর, দেড়িয়াচক সহ বেশ কয়েকটি এলাকা গতকাল সন্ধ্যা থেকে জলমগ্ন।

এলাকার বেশ কয়েকটি বাড়িতে জল থৈ থৈ অবস্থা। এছাড়াও তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ও দোকানঘর জলের তলায়। উল্লেখিত দুই গ্ৰামে ১৬০ ঘর বসতি আছে। ওইসব এলাকার রাস্তার উপর দিয়ে হু হু করে বইছে জল। কোথাও কোমর সমান তো কোথাও হাঁটু সমান জল।

যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুই গ্ৰামের বাসিন্দারা বলেন,এত জল যে যাতায়াতের খুব সমস্যা হচ্ছে,সাপের উপদ্রব বেড়েছে যথেষ্ট, আতঙ্কিত এলাকাবাসী। কতদিন এই পরিস্থিতির মধ্যে থাকতে হবে সেটা ভেবেই পারছে না তারা। বাঁকুড়া থেকে দেবজিৎ দত্ত
Post Views: 380