বৈশালী মণ্ডলঃ ভারতীয় আন্তর্জাতিক মহিলা ক্রিকেট দলের কথা মাথায় এলে প্রথম যে নাম মাথায় আসে তা আর কেউ না মিতালি রাজ।
২০০৪ সাল থেকে ২০২২, ১৮ বছর ধরে ভারতীয় মহিলা ক্রিকেট দলের ভার কাঁধে তুলে গোটা বিশ্বের সামনে ভারতবর্ষের নাম উজ্জ্বল করে এসেছেন৩৯ বছরের এই ক্যাপ্টেন।
ভারতীয় আন্তর্জাতিক মহিলা ক্রিকেট দলের সর্বোচ্চ রান সংগ্রাহক মিতালি রাজের বায়োপিক উপহার দিতে চলেছেন পরিচালক সৃজিত মুখার্জি।
মিতালি রাজের ভূমিকায় দেখতে পাওয়া যাবে বলিউডের দুবারের ফিল্মফেয়ার পুরস্কার জয়ী তাপসি পান্নুকে।
এই সিনেমায় তাঁর ক্যারিয়ারের প্রায় ২০ বছর দেখানো হয়েছে।
মিতালি রাজের মায়ের ভূমিকায় দেখা যাবে তামিল ও তেলেগু সিনেমা জগতের পরিচিত মুখ দেবদর্শিনী সুকুমারন।
ঝুলন গোস্বামীর চরিত্রে দেখা যাবে মুমতাজ সরকারকে।’
ভায়াকম ১৮ স্টুডিওস প্রযোজিত এই সিনেমা ১৫ই জুলাই রিলিজ করছে।
তাই সিনেমার প্রচারে কোনো ফাঁক ছাড়ছেন না পুরো টিম। ৯ই জুলাই কলকাতার ইডেন গার্ডেনসে এসে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী তাপসি পান্নুর সাথে মিতালি রাজ এবং আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ডিরেক্টর সৃজিত মুখার্জি।