বৈশালী মণ্ডলঃ ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা গৌরব চ্যাটার্জী শেয়ার করা নিলেন তার জন্ম দিনের কিছু মুহূর্ত ।
Post Views: 438
বৈশালী মণ্ডলঃ ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা গৌরব চ্যাটার্জী শেয়ার করা নিলেন তার জন্ম দিনের কিছু মুহূর্ত ।
সাম্প্রতিক সামরিক সাফল্যের পর ‘অপারেশন সিঁদুর’ নাম ঘিরে তৈরি হয়েছে জাতীয় আবেগ। সেই আবেগকে পুঁজি করে ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের দৌড়ে নেমেছে একাধিক সংস্থা। শুরু হয়েছে আইনি ও বাণিজ্যিক লড়াই।
ভারতের অপারেশন সিঁদুরে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ২১টি জঙ্গিঘাঁটি ধ্বংস। জইশ প্রধান মাসুদ আজ়হারের পরিবারের ১০ সদস্য নিহত। বহওয়ালপুরে চালানো এই হামলায় আজ়হার বেঁচে আছেন কি না, তা নিয়ে ধোঁয়াশা।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে ভারত চালালো ‘অপারেশন সিঁদুর’। পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটিতে নিখুঁত স্ট্রাইক। সংবাদ সম্মেলনে বিস্তারিত ব্যাখ্যা করলেন উইং কমান্ডার ব্যোমিকা সিংহ ও কর্নেল সোফিয়া কুরেশি।
পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনার প্রেক্ষিতে দেশজুড়ে নিরাপত্তা জোরদার, সেনা-আসামরিক যৌথ মহড়া, পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় চূড়ান্ত সতর্কতা।
শিবানী জন্মলগ্ন থেকেই দৃষ্টিহীন ও একই সাথে অর্টিজম সম্পন্ন। কিন্তু শিবানীর কণ্ঠে স্বয়ং মা সরস্বতী বিরাজ করছেন। মাত্র তিন মাস বয়স থেকেই শিবানী তার মা বাবা কে জানিয়ে দেয় সে সঙ্গীতের প্রতি আকৃষ্ট। তাই শিবানীর অভিভাবকরা তাকে সংগীত চর্চার দিকেই এগিয়ে দিলেন। সংগীতে রবীন্দ্র ভারতী থেকে স্বর্ণ পদক প্রাপ্ত শিবানী রাজ্যের বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করলে, তাকে, শুধু মাত্র দৃষ্টিহীন ও অর্টিজম সম্পন্ন মানুষ হবার কারণে অন্যায় ভাবে শান্তনা পুরস্কার দিয়ে প্রতিযোগিতা থেকে ব্রাত্য করে দেওয়া হত।
দেশের বিরুদ্ধে অনলাইনে চলতে থাকা বিদ্বেষমূলক প্রচার আর বরদাস্ত করবে না কেন্দ্র। এবার যে কেউ, যেকোনো জায়গা থেকে দেশের পাশে দাঁড়াতে পারেন—হোক সেটা বাড়ির সোফা, অফিসের ডেস্ক কিংবা মোবাইলের স্ক্রিন। কারণ, ‘ডিজিটাল যুদ্ধ’ এখন শুরু হয়েছে, এবং এই যুদ্ধে সেনা শুধুই সীমান্তে নয়—রাস্তায় নামবেন আপনি, আমিও।
All Rights Reserved, 2025 | The Indian Chronicles | Maintained by Vectorize Studios