বৈশালী মণ্ডলঃ বিভিন্ন দরকারে আমাদের বাড়ির বাইরে বেরোতেই হয়। সে সকাল হোক বা সন্ধ্যে। কাজের চাপে আমরা নিজের প্রতি যত্নের কথা ভুলে গিয়েই থাকে। আবার আমরা অনেকেই দোকানে গিয়ে অনেক টাকা খরচ করে রূপের যত্ন নিয়ে থাকে আচ্ছা ভেবে দেখুন তো যদি এই রূপচর্চা যদি ঘরেতেই করা যায় তাও আবার ঘরোয়া পদ্ধতিতে হ্যাঁ আমাদের ঘর সংসারেই হাতের কাছে অনেক জিনিস থেকে থাকে যা দিয়ে আমরা রূপের চর্চা করতে পারি। কিভাবে করবেন জানতে হলে পুরোটা পড়তে হবে।
গ্রীষ্ম হোক বা শীত রোদ্দুরের তেজ সবসময় প্রখর আর এই প্রখর রোদ আমাদের ত্বকের সেলস গুলোকে পুড়িয়ে দেয় তাই নিজের যত্ন নেওয়াটা খুবই উপযোগী।
পদ্ধতি
Step:1
প্রথমে বডিওয়াস জেল এবং সোডা পাউডার মিক্স করে ব্যবহার করুন এবং ধুয়ে নিন
Step:2
একটি পাত্রে কফি পাউডার (২ চা চামচ) + হলুদ গুঁড়ো (১ চা চামচ) + টক দই (২ চা চামচ) + মধু (১ চা চামচ) + লেবুর রস (১ চা চামচ) + শসার রস (২ চা চামচ)
এই ৬ সামগ্রীর মিশ্রণ কে ত্বকে লাগিয়ে মেসেজ করুন। এবং 10 মিনিট রেখে ধুয়ে ফেলুন এইভাবে সপ্তাহে তিন দিন ব্যবহার করুন এবং ত্বকের পরিবর্তনের লক্ষণ নিজে চোখেই দেখুন।