নয়নের মাঝ খানে করেছো যে ঠাঁই ”
আজ ভোর ৪.২২ নাগাদ হারালাম রবীন্দ্র জগতের আর এক নক্ষত্র সুমিত্রা সেনকে,
বিগত কয়েক বছর আগে এই দিনেই হারিয়ে ছিলাম বীরেনন্দ্র রবীন্দ্র সংগীত শিল্পী সুচিত্রা মিত্রকে,একই দিনে নতুন বছরে ইহলোক ছাড়ে পাড়ি দিলেন আরেক বীরেন্দ্র শিল্পী সুমিত্রা সেন,
বিগত বেশ কিছু দিন ধরেই নিউমোনিয়াতে ভুগছিলেন বীরেন্দ্র সংগীত শিল্পী সুমিত্রা সেন,আজ ভোর রাতেই নেমে এলো গাঢ়ো ঘুম,”ছায়া ঘনায়িছছে বনে বনে”,আজ কেওড়া তলা মহা শশ্মাণে শেষ কৃতকর্ম তাঁর,উনি আরম্বরের সাথে শোক প্রকাশ বিশ্বাস করতেন না তাই নিজ বাস ভবন থেকে ওনার দেহ সরাসরি নিয়ে যাওয়া হবে কেওড়াতলা মহাশশ্মানে।
শোক স্তব্ধ শিল্পী জগত,
“নও ছবি নও ছবি নও তুমি ছবি”
ওনার বিদেহী আত্মার শান্তি কামনায় “THE INDIAN CHRONICELS”