এ যেন সেই অরন্যের প্রাচীন প্রবাদ – মাছে ভাতে বাঙালি আর হাতে নয় ব্যোমকেশ নয় ফেলুদা। অর্থাৎ বাঙালীর অন্যতম প্রিয় বিষয় হল থ্রিলার বা গোয়েন্দা গল্প। দিন বদলের সাথে সাথে বাঙালির বই পড়ার সুযোগের অভাব বা অনভ্যাস হলেও সিনামা জগতের থ্রিলার গল্পের ওপর আছে এক অন্য আকর্শন।
আগামী ২রা সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে। পরিচালনা করেছেন সানি রায়। অভিনয় করেছেন সৌরভ দাস, রুপসা চট্টোপাধ্যায়, শুভম, সুমনা দাস, যুধাজিত সরকার ও রানা বসু ঠাকুর।
ছবিতে অগ্নিভ একজন লেখক যার শেষ তিনটি উপন্যাস বাজারে একদমই চলেনি। অন্যদিকে অগ্নিভ-র জীবনের একটি অন্ধকার অতীতের ঘটনার সাথে তার বর্তমানের অসাফল্যতা মিলে অগ্নিভ-র মনে তৈরী করে হতাশা ও অসন্তোষ। চলতে থাকে এক মানসিক টানাপোড়েনের খেলা। এদিকে এই নিয়ে অগ্নিভর প্রমিকা রুক্মিনীও নাজেহাল। অগ্নিভ কে কিছুতেই শান্ত করতে পারেনা। ঠিক এই সময়েই অগ্নিভর সাথে আলাপ হয় তৌফিক আসিফের। তৌফিক আসিফ একজন নেক্রফিলিক সিরিয়াল কিলার ও ফাঁসির আসামি। যার এক সপ্তাহ পরেই ফাঁসি কার্যকর হবে। অগ্নিভ চায় এই তৌফিক কে নিয়েই নতুন গল্প লিখতে। রুক্মিনী কি অগ্নিভ কে সাহায্য করবে এই নতুন গল্পে? তৌফিকের জীবনের গল্প কি অগ্নিভর জীবনে কোন দোলাচল আনবে? এই নিয়েই সিনেমা বিষাক্ত মানুষ। যা আসছে ৯ই সেপ্টেম্বর আপনার কাছের প্রেক্ষা গৃহে ।
আমরা মুখোমুখি হয়েছিলাম বিষাক্ত মানুষের টিমের সাথে , আপনাদের জন্য রইলো সেই ভিডিও ।