পূজোর আগেই টিকিটের হাহাকার ট্রয় ট্রেনে। জুলাই মাসের শেষের দিকে টিকিট পাওয়া যাচ্ছে না ট্রয় ট্রেনের। সিকিমে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে অনেকবার। তাই অনেক পর্যটক আটকে থাকছেন।
প্রচণ্ডভাবে সমস্যায় পড়ে যাচ্ছেন তারা। তাই বাধ্য হয়ে শৈল শহরের দিকেই ঝুকছেন তারা। আর শৈল শহরের প্রধান আকর্ষন হল ট্রয় ট্রেন। তাই আগেভাগেই ট্রয় ট্রেনে বুকিং করে রাখতে চাইছেন তারা।
কতৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে বুকিং আছে নভেম্বর পর্যন্ত।তাই আর এর মধ্যে টিকিটের জন্য দৌড়াদৌড়ি করে কোন লাভ নেই। পর্যটকদের মধ্যে অনেকেই জানিয়েছেন দার্জিলিং বেড়াতে আসলে ট্রয় ট্রেনে না চাপলে হবে না, তাই শুরুতেই টিকিট বুকিং।
তাইতো গোটা বাংলার পর্যটকেরা ঝুকছেন ট্রয় ট্রেনের দিকেই। সেই কু ঝিক ঝিক শব্দ শোনবার ব্যাপারটাই যে একেবারেই আলাদা জানালেন এক পর্যটক। তাই তো শুরুতেই বুকিং।