অপ্রতিম মজুমদারঃ শান’স ফ্যাশন এবং এন্টারটেইনমেন্টের প্রযোজনায়, শবর মিশ্রের পরিচালনায় ১০ই জুলাই মুক্তি পেয়েছে নতুন মিউজিক ভিডিও “ফেম হীন প্রেম”।
তরুণ প্রজন্মের তরুণ গায়ক রনি চ্যাটার্জীর গলায় প্রথম মিউজিক ভিডিও এটি। গানটির সুর দিয়েছেন রনি নিজেই।
গানের কথা লিখেছেন রনির স্ত্রী তনয়া চ্যাটার্জী নিজেই।
স্ত্রী এর লেখাকে গানের রূপ দিতে পেরে খুবই খুশি গায়ক রনি।
গানটির ভিডিও তে দেখতে পাওয়া যাবে শুভজিৎ বোস, বনানী অধিকারী, শ্রেষ্ঠা দাস কে।
মিউজিক অ্যরেঞ্জ করেছেন এক্সট্রিম মিউজিক প্রোডাকশন। মিউজিক কম্পোজ করেছেন সম্রাট দে।
তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠবে বলেই আশাবাদী পুরো টিম।
The Indian Chronicles কে দেওয়া সাক্ষাৎকারে কি বললেন কলাকুশলীরা নিচের ভিডিও তে ক্লিক করে দেখে নিন।
Post Views: 457