বৈশালী মণ্ডলঃ এবার কেন্দ্রীয় সরকার শুরু করতে চলেছে দেশে পিএম ফ্রী সেলাই মেশিন যোজনা. এই যোজনা শুধুমাত্র দেশের দরিদ্র ও মহিলা ও শ্রমিকদের জন্য,
বিনামূল্যে ৬০ হাজার ও বেশি সেলাই মেশিন দেওয়া হবে যাতে তারা তাদের নিজের রোজকার জীবনের চাহিদা মেটাতে পারেন তাদের আয়ের বাড়িয়ে,
কারা আবেদন করতে পারবেন এই যোজনা কোথায় কিভাবে আবেদন করবেন আসুন জেনে নেয়া যাক বিস্তারে:
১ শুধুমাত্র মহিলারাই এই প্রকল্পের সুবিধা পেতে পারেন,
২ বয়স হতে হবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে,
৩ স্বামীর বার্ষিক আয় ১২ হাজার টাকার মধ্যে হতে হবে,
৪ বিধবা ও প্রতিবন্ধী মহিলারাও এই যোজনায় অংশগ্রহণ করতে পারেন,
আবেদনকারীর প্রয়োজনীয় নথিপত্র:
১ আবেদনকারীর আধার কার্ড
২ অক্ষমতা শংসাপত্র (যদি থাকে)
৩ বয়সের শংসাপত্র
৪ আয়ের শংসাপত্র
৫ মোবাইল নাম্বার
৬ পাসপোর্ট সাইজ ছবি
৭ কমিউনিটি সার্টিফিকেট
৮ নিজস্ব বিধবা সংশয় পত্র (যদি থাকে)