কলকাতা, মে ২০, ২০২৩: স্নাতকোত্তর স্তরে পাবলিক রিলেশনস ও কর্পোরেট কমিউনিকেশন বিষয়ে সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীদের স্বীকৃতি জানাল পাবলিক রিলেশনস সোসাইটি অফ ইন্ডিয়া,কলকাতা চ্যাপ্টার। ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়ের গুরুকুল ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মোট ১২টি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘ক্যাশলেস বাজার’-এর ফাউন্ডার ও সিইও পীয়ুষ আগরওয়াল এবং ‘দ্য ড্রিমার্স’-এর ফাউন্ডার সুদীপ্ত চন্দ।
ছাত্রছাত্রীদের সামনে নিজেদের বিভিন্ন অভিজ্ঞতা ও জীবনের ঘটনা তুলে ধরেন। অনুষ্ঠানে অংশ নেওয়া অ্যাডামাস বিশ্ববিদ্যালয়, ব্রেনওয়্যার বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়, সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়, স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়, সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে চলে প্রশ্নোত্তর পর্বও।
কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননাপত্র তুলে দেন পাবলিক রিলেশনস সোসাইটি অফ ইন্ডিয়া,কলকাতা চ্যাপ্টার-এর চেয়ারম্যান সৌম্যজিৎ মহাপাত্র এবং সোসাইটির অন্যান্য সদস্যরা।