Home » কাজী নজরুল ইসলাম ছিলেন বেশ্যাসক্ত

কাজী নজরুল ইসলাম ছিলেন বেশ্যাসক্ত

পর্ণা চ্যাটার্জী, কলকাতাঃ সামনেই কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মদিন। বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কিন্তু তার একটি মজার এবং রসবোধে পূর্ণ মস্তিস্ক ছিল। মানুষ হিসেবে তিনি খুবই মজার ছিলেন। তবে তার একমাত্র নেশা ছিল পান। পান খেতে তিনি খুবই ভালোবাসতেন। সেই সময়কার লোকজন মজা করে বলতেন নজরুল ‘ফান’ আর ‘পান’ দুটোতেই সমান ভাবে অভ্যস্থ।

কাজী নজরুল ইসলাম ছিলেন বেশ্যাসক্ত

নজরুল ইসলাম পান ছাড়া থাকতে পারতেন না। তার একটি পান রাখার পাত্র ছিল, যেটাতে ১০০ টা পান রাখা যেত। কবি সেই পাত্রের নাম দিয়েছিল ‘পানের সিন্দুক’। পান ছাড়া তার কলম চলত না। লিখতে লিখতে পান খাওয়া তার অভ্যেস। মাঝে মধ্যে এক সাথে বেশ অনেক গুলো পান মুখে পুড়ে দিতেন, এতে নাকি তিনি লেখার জোড় পেতেন।
তো কবির এই পান খাওয়া এবং রসবোধ নিয়ে এক মজার কাহিনী প্রচলিত আছে। একবার এক অনুষ্ঠানে এক মহিলা তাকে জিজ্ঞেস করেন ‘’আপনি কি পানাসক্ত?’’ কথাটি শুনে সকলেই হেসে ফেলে।

কাজী নজরুল ইসলাম ছিলেন বেশ্যাসক্ত

পানাসক্ত শব্দটার মানে তো অন্যরকম। আবার কথাটাতে ভুল ও নেই পান খেতে ভালবাসলে পানাসক্ত বলাই যায়। এ এক গভীর রসবোধেরই পরিচয়। কিন্তু তিনিও তো রসিক মানুষ। উত্তরে তিনি বলেন, ‘’জী না, আমি বেশ্যাসক্ত।‘’ শুনে সেই মহিলা সহ সকলেরই মুখ কালো হয়ে যায়। এত লোকের মাঝে কিভাবে বলছেন এসব কথা? পরে অবশ্য কবি ব্যাখ্যা করে বুঝিয়ে বলেন তার এই প্রত্যুত্তরের মানে। তিনি বলেন, ‘’আমি পান একটু বেশিই খাই, তাই বেশ্যাসক্ত অর্থাৎ বেশি + আসক্ত।‘’ বিদ্রোহী কবির এহেন রসবোধ শুনে মানুষ সত্যি অবাক হয়ে যায়। তাই আজ এত বছর পরেও তার রসবোধ নিয়ে আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!