বৈশালী মণ্ডলঃ রণবীর কাপুর , সঞ্জয় দত্ত ও বাণী কাপুর অভিনীত শামশেরা মুক্তি পেতে চলেছে ২২ জুলাই ২০২২ সালে চলচ্চিত্রটি আদিত্য চোপড়ারযশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত ও করণ মালহোত্রা কর্তৃক পরিচালিত। চলচ্চিত্রটি একদল ডাকাতের কাহিনি, যারা ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয়েছিল।রণবীর কাপুর চলচ্চিত্রটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। বাণী কাপুর চলচ্চিত্রটিতে কত্থক নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন।
Post Views: 482