বিগত দু-দুটি বছর করোনা মহামারীর জন্য গোটা পৃথিবীর রঙ ফ্যাকাসে হোয়ে গিয়েছিল । গৃহ বন্দী পৃথিবীবাসী তাদের সব আনন্দ অনুষ্ঠান থেকেও নিজেদের কে দূরে সরিয়ে রাখতে বা যা হোক করে উদযাপন করতে বাধ্য হয়েছিলেন। এবার করোনা মহামারীর প্রকোপ কাটিয়ে ঊঠেছে পৃথিবীবাসী আর ইতিমধ্যেই বাঙালীর দুর্গোৎসব কে ইউনেস্কো থেকে বিশ্ব হেরিটেজ সম্মান জানিয়েছে তাই এবছর বাঙলার বাঙালী তথা বিশ্ববাসী আরও বেশী করে মাতবেন এই আনন্দ উৎসবে।
এবছর দুর্গোৎসব শুরু হচ্ছে ১লা অক্টোবর, কিন্তু মাননীয়া মুখ্যমন্ত্রী- র আবেদনে একমাস আগেই অর্থাৎ ১লা সেপ্টেম্বর থেকেই ঢাকে কাঠি পড়ে যাবে ।
বাঙলার সব থেকে বড় উৎসব, দুর্গোৎসব কে ইউনেস্কো থেকে স্বীকৃতি উদযাপন উপলক্ষে ১লা সেপ্টেম্বর কোলকাতার রাজ পথে নামবে মহা-মিছিল । এই মহা-মিছিল ১লা সেপ্টেম্বর, দুপুর ২ টা থেকে জোড়াসাঁকো ঠাকুর বাড়ী থেকে শুরু হবে । এই মহা-মিছিলে সামিল হবেন স্বয়ং মাননীয়া সহ প্রায় ৪৩ হাজার দুর্গা পূজো কমিটির সকল সদস্যরা, বিনোদন জগতের অ সাংস্কৃতিক জগতের বিশিষ্ট মানুষজন এবং ইউনেস্কোর প্রতিনিধিরা।