Advertise your brand here -Contact 7603043747 (Call & Whatsapp)

যুদ্ধ বিমান “তেজস” এ চালকের ভূমিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Table of Contents

Share Our Blog :

Facebook
WhatsApp

আত্মনির্ভর ভারত এখন বিশ্বের মধ‍্যে অন‍্যতম শক্তিশালী দেশ হিসাবে স্বীকৃতি অর্জন করেছে। ভারতবর্ষ প্রতিরক্ষা বিভাগে বিগত বেশ কিছু বছরে বিশেষ আর্থিক পরিকল্পনার মাধ‍্যমে জল স্থল ও বিমান বাহিনীতে এনেছে একের পর এক অত‍্যাধুনিক সমরাস্ত্র যা দেখে প্রতিবেশী শত্রু দেশ গুলির ইতিমধ্যেই কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। ইতিহাসে বার বার উল্লেখ্য বারং বার প্রতিবেশী বর্গী আক্রমণ আর সহজ নয়। স্বাভাবিক ভাবেই ভারতের সেই সব সমরাস্ত্র কতটা কার্যকর তা নিজেই পরখ করে দেখলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

যুদ্ধ বিমান "তেজস" এ চালকের ভূমিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ভারতীয় বিমানবাহিনী DRDO ও HAL এর সহযোগিতায় ভারতের অন‍্যতম ঘাতক যুদ্ধ বিমান “তেজস” এ  বিমান চালকের ভূমিকায় পরখ করে দেখলেন।

দুইটি আসন যুক্ত এই যুক্ত বিমান “তেজস” যা একই সাথে বিমান বাহিনী ও নৌবাহিনীতে একই সাথে অন্তর্গত একটি লাইট কমব‍্যাট এয়ারক্রাফ্ট।  ১৯৮০ র দশকে মিগ-২১ কে নতুন করে প্রতিস্থাপনের কাজ শুরু করে ২০০৩ সালে এর নতুন নাম করন হয় “তেজস”  যা ভারতের নিজস্ব নির্মাতা হিন্দস্থান অ‍্যারোনটিকাল ডেভেলপমেন্ট এজেন্সি দ্বারা প্রস্তুত যা দ্বিতীয় আধুনিক পারমানবিক অস্ত্র বহন ও চালনাকারী হালকা যুদ্ধ বিমান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ “তেজস” চালনার রোমাঞ্চকর  অনুভূতি তে অভিভূত হয়ে সমগ্র দেশবাসী কে ও বিমানবাহিনীর সমস্ত বিভাগকে নতুন “আত্ম নির্ভর ” ভারতের শুভেচ্ছা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More Related Articles

দেশ
“পাকিস্তানের হাতে শেষ সুযোগ? মাসুদ-হাফিজকে হস্তান্তর করলেই আসবে মাফ”

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, “ভারত চায় প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক। কিন্তু সেটা কেবল সম্ভব যদি পাকিস্তান প্রকৃত অর্থে সন্ত্রাসবাদ নির্মূলে আন্তরিকতা দেখায়। মাসুদ আজহার ও হাফিজ সঈদের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।”

Read More »
Featured News
‘জ্বালানি মজুত পর্যাপ্ত, আতঙ্কের কারণ নেই’ — আশ্বাস ইন্ডিয়ান অয়েলের amidst উত্তেজনার আবহ

এই বিবৃতি এমন সময় এল যখন দেশের একাধিক রাজ্যে জ্বালানির দাম সাময়িকভাবে ঊর্ধ্বমুখী এবং কিছু জায়গায় দীর্ঘ লাইনের দৃশ্য দেখা যাচ্ছে পেট্রল পাম্পে। বিশেষত উত্তর ভারত ও পূর্ব ভারতের কিছু অংশে পেট্রোল-ডিজেলের উপর চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় সাময়িক চাপ সৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে।

Read More »
Breaking News
হাই অ্যালার্টে কলকাতা বিমানবন্দর! CISF জওয়ানদের ছুটি বাতিল, বাড়ছে নজরদারি

গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, দেশের গুরুত্বপূর্ণ হাবগুলির মধ্যে অন্যতম কলকাতা বিমানবন্দর এখন হাই রিস্ক জোনে। সাম্প্রতিক কিছু আন্তর্জাতিক গতিবিধি ও অনলাইন বার্তালাপ থেকে এই ইঙ্গিত মিলেছে। যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Read More »
error: Content is protected !!