Home » লঞ্চ হল JioBook, পেয়ে যাবেন ১৬,৪৯৯ টাকায়

লঞ্চ হল JioBook, পেয়ে যাবেন ১৬,৪৯৯ টাকায়

পর্ণা চ্যাটার্জী, কলকাতাঃ Reliance industries গতকাল লঞ্চ করল জিওবুক ল্যাপটপটি। যার মুল্য নির্ধারিত হয়েছে ১৬,৪৯৯ টাকা। উন্নত জিও ওএস অপারেটিং সিস্টেম উন্নত ডিজাইন সর্বদা সংযোগ এই সব উন্নত বৈশিষ্ট্য থাকবে এই ল্যাপটপে এমনটাই দাবী কোম্পানির। মূলত পড়ুয়াদের জন্য একটি বন্ধুত্ব পূর্ণ যন্ত্র হতে চলেছে এটি। অনলাইন ক্লাস, কোডিং, অনলাইন ট্রেডিং, স্টুডিয়ো সব ধরণের কাজই খুব সহজ হবে এই ল্যাপটপের মাধ্যমে।

প্রত্যন্ত অঞ্চলে সর্বদা ইন্টারনেট পরিষেবা পাওয়ার জন্য 4G-L TE এবং ডুয়েল ব্যান্ড ওয়াইফাই ক্ষমতা থাকবে এই ল্যাপটপে। সহজ ইন্টারফেস, ৭৫ এরও বেশি কীবোর্ড শর্টকাট, স্ক্রিন এক্সটেনশন, মাল্টি টাস্কিং স্ক্রিন, ইন্টিগ্রেটেড চ্যাটবক্স, প্রভৃতি সুবিধা থাকবে এই ল্যাপটপে। জিওবুকের সবথেকে আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে ম্যাট ফিনিশ, আলট্রা স্লিম বিল্ট এবং হালকা ওজন। ওজন মাত্র ৯০০ গ্রাম। এই ল্যাপটপে 2.0GHz অক্টা কোর প্রসেসর, 4GB LPDDR4 RAM, 64GB স্টোরেজ SD দিয়ে 256GB পর্যন্ত প্রসারিত, ইনফিনিটি কীবোর্ড, বড় মাল্টি জেসচার ট্র্যাকপ্যাড, এবং USB/HDMI পোর্ট প্যাক করা আছে।

৫ই অগাস্ট ২০২৩ থেকেই ১৬,৪৯৯ টাকায় পাওয়া যাবে এটি। রিলায়েন্সের থেকে অনলাইন এবং অফলাইন দুই জায়গা থেকেই কিনতে পারেন এই ল্যাপটপ। এছাড়া অ্যামাজন থেকেও অর্ডার করা যাবে। এছাড়া নিকটবর্তী স্টোরেও পাওয়া যাবে এই ল্যাপটপটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!