পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস, বঙ্গের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েই জানিয়েছিলেন বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতির ওপর তার আবেগ। একদা কলকাতা তেই সামান্য চাকরির কর্মরত ছিলেন সিভি আনন্দ বোস সে কথা হয়তো অনেকের অজানা। তাই কলকাতা জুড়ে তাঁর আবেগের শেষ নেই।
বাংলার সংস্কৃতি ও বাংলা ভাষা নিয়ে তিনি কিছু কাজ করতে চান, লিখতে চান বাংলা ভাষাতেই তাই বাংলা অক্ষরের সাথে এই আনুষ্ঠানিক “হাতে খড়ি” অনুষ্ঠান যা ঐতিহাসিক ও অভূতপূর্ব ভাবে হয়েগেল রাজভবনে। উপস্থিত ছিলেন রাজ্যের মূখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দোপাধ্যায় সহ আমন্ত্রিত বহু বিশিষ্ট অতিথি বৃন্দ।
আপনাদের জন্য রইলো সেই আনুষ্ঠানিক “হাতে খড়ি”র ভিডিও। ভিডিও সৌজন্যে : মমতা বন্দোপাধ্যায় ফেসবুক পেজ।