পুলমা দত্ত ; কলকাতা : স্বতন্ত্র বীর “দামোদর সাভারকার” এর কথা আমরা কম বেশি সবাই জানি। যিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। এবং নিজের কাজকর্মের জন্যে নানা ভাবে চর্চায় থেকেছেন। এখনো তাঁর সত্যিটা অনেকেরই অজানা।
গতকাল অর্থাৎ ২৮শে মে ছিল তাঁর জন্মদিন। এই দিন বলিউডের খেতনামা অভিনেতা একটি ছবির পোস্টার শেয়ার করে টুইটারের মাধ্যমে জানান “সাভারকার” এর ভূমিকায় অভিনয় করছেন তিনি। ছবির ট্রেলার ও বেরিয়ে গেছে এটি মধ্যে। ছবির নাম “স্বতন্ত্র বীর সাভারকার” (Swatantra Veer Savarkar) ।
এর আগে ২০০১ সালে সভারকারের উপর নির্মিত একটি ছবি বেরিয়েছিল যার নাম ছিল “বীর সাভারকার” (Veer Savarkar)। এই ছবিটি পরিচালনা করেছেন মহেশ মাঞ্জরেকার (Mahesh Manjrekar) । ছবিটির প্রযোজনায় আছে আনন্দ পণ্ডিত (Anand Pandit) ও সন্দীপ সিং (Sandip Singh)। ছবিটি হলে মুক্তি পাবে নাকি কেবল ওটিটি (OTT platform) তে তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।
বলা বাহুল্য “হাইওয়ে” (Highway) , মনসুন ওয়েডিং (Monsoon Wedding) এর মত সিনেমায় কাজ করে প্রশংসা কুড়ানোর পর রণদীপের মাথায় আরো একটি পালক বসতে চলেছে।
The most wanted Indian by the British. The inspiration behind revolutionaries like – Netaji Subhash Chandra Bose, Bhagat Singh & Khudiram Bose.
— Randeep Hooda (@RandeepHooda) May 28, 2023
Who was #VeerSavarkar? Watch his true story unfold!
Presenting @RandeepHooda in & as #SwantantryaVeerSavarkar In Cinemas 2023… pic.twitter.com/u0AaoQIbWt