Home » স্টার চিহ্ন দেওয়া নোটের বৈধতা স্বীকার করল RBI

স্টার চিহ্ন দেওয়া নোটের বৈধতা স্বীকার করল RBI

পর্ণা চ্যাটার্জী, কলকাতাঃ সম্প্রতি স্টার চিহ্ন দেওয়া ব্যাঙ্ক নোট নিয়ে জল্পনা শুরু হয়েছে মানুষের মধ্যে। বাজার চলতি টাকার বেশ কিছু নোটে টাকার নম্বরের সাথে একটি বা একাধিক স্টার চিহ্ন দেখা যাচ্ছে। এই নোট গুলি আসলে জাল কিনা তাই নিয়ে চিন্তিত ছিল সাধারণ মানুষ। ছোট নোট থেকে ৫০০র নোট সব নোটেই এমন স্টার চিহ্ন দেখা যাচ্ছিল, তাই সেই নোট জাল হলে সাধারণ মানুষের সমস্যার শেষ থাকবে না। কিন্তু আর চিন্তার কোনও কারণ নেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেই নোটের বৈধতা স্বীকার করেছে।

গতকাল ২৭শে জুলাই আরবিআই জানিয়েছে যে স্টার চিহ্নিত নোটগুলি সম্পূর্ণ ভাবে বৈধ। নম্বর প্যানেলে ক্রমিক নম্বরের সাথে স্টার যুক্ত করা হয়েছে আর বি আই এর তরফ থেকেই। এই চিহ্নটি একটি সনাক্তকারী চিহ্ন। যে সমস্ত নোট প্রতিস্থাপিত বা পুনর্মুদ্রিত হয়েছে সেই নোটগুলিকেই এই স্টার চিহ্ন দিয়ে চিহ্নিত করা হচ্ছে।

ক্রমিক সংখ্যাযুক্ত ব্যাঙ্ক নোটের ১০০ টুকরো প্যাকেটে ত্রুটিপূর্ণ নোটগুলি প্রতিস্থাপনের জন্যই এই পদ্ধতি অবলম্বন করেছে আর বি আই। একটি প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে তারা। ২০০৬ সালের আগস্ট মাস পর্যন্ত রিসার্ভ ব্যাঙ্কের নোটগুলি ছিল পরপর ক্রমিক সংখ্যা যুক্ত। প্রতিটি নোটে সংখ্যা এবং অক্ষরের সমন্বয়ে একটি স্বতন্ত্র ক্রমিক নম্বর রয়েছে। তাদের মধ্যে ত্রুটি পূর্ণ নোটগুলিকে পুনর্মুদ্রণের সময় এই চিহ্নটি যোগ করা হয়। অন্যান্য নোটের ক্রমিক নম্বরের অন্যান্য সংখ্যার মত স্টার চিহ্নটি শুধু মাত্র একটি অক্ষর মাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!