Home » স্টার জলসায় ড্যান্স ড্যান্স জুনিওর সিজন – ৩ – এ , এই সপ্তাহের আকর্ষণ !

স্টার জলসায় ড্যান্স ড্যান্স জুনিওর সিজন – ৩ – এ , এই সপ্তাহের আকর্ষণ !

বাংলার অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ড্যান্স ড্যান্স জুনিয়র সিজন ৩ – এ , এই সপ্তাহের আকর্ষণ – Superstar week । যেখানে প্রতিযোগীরা ভারতীয় সুপার স্টার দের বিখ্যাত গানের নাচ নতুন করে নতুন ধারায় পরিবেশনা করতে চলেছে ।

এই সপ্তাহে যাদের দেখবেন – আনন্দ পারফর্ম করবে আজা রে আজারে নুরি ফিল্মের সেই বিখ্যাত গানের সাথে , কথাকলি পারফর্ম করবে শাহ্রুখ খান কাজল অভিনীত করন অর্জুন ফিল্মের জাতি হু মে , জালদি হ্যায় কয়া গানের সাথে , অমর শিল্পি কিশোর কুমারের গাওয়া অমর সঙ্গীর চিরদিনই তুমি যে আমার গানের সাথে পারফর্ম করবে চিংলপ,  ৭০ এর দশকের হিন্দি ছবির জনপ্রিয় নায়ক ঋষি কাপুরের ডাফলি ওয়ালে ডাফলি বাজা – গানের সাথে পারফর্ম করবে সৃষ্টি ,  মিঃ ইন্ডিয়া ছবিতে শ্রী দেবীর সেই হাওয়া হাওয়াই গানের পারফরমে ঝড় তুলবে বেবি রাশি,  সলমন খানের এক থা টাইগারের আরাবিয়ান সুরে মাশা আল্লাহ গানের সাথে মাতিয়ে তুলবে অনুব্রত, সালামে ইশক গানের সাথে পারফর্ম করবে অনুস্কা , শাহ্রুখ খান অভিনীত হিন্দি ফিল্ম মহাব্বাতেন এর হাম ক হামি সে চুরাল গানে থাকবে পালাখ, চিত্রিতা পারফর্ম করবে হাম দিল দে চুকে সানাম ছবির হিট গান মন মোহিনীর সাথে, সম্রিদ্ধি পারফর্ম করবে হেলেন অভিনীত সেই বিখ্যাত গান ইয়ে মেরা দিল প্যায়ার কা দিবানা গানের সাথে, স্বরুপ পারফর্ম করবে বিখ্যাত হিন্দি গান হার কিসিক নেহি মিলতা, রিতিকা পারফর্ম করবে কভি খুসি কভি গাম হিন্দি ছবির বিখ্যাত বলে চুরিয়া গানের সাথে,  থাকবে অরিজিত এর পারফরমেন্স বাংলা হিট গান কে তুই বল এর সাথে, জাব তাক জাহান গানের সাথে পারফর্ম করবে আরাধ্যা ভান্স, বাজিরাও মাস্তানি তে দিপিকা পাদুকন অভিনীত দিওয়ানি মাস্তানি গানে পারফর্ম করবে আরোহী আর দিপ পারফর্ম করবে হিন্দি গানের সব থেকে হিট গান জয় জয় শিব শঙ্কর গানে …।। তাই কন ভাবেই এই সপ্তাহের এপিসোড মিস করলে চলবে না ।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!