কালের নিয়মে নষ্ট হয় সবকিছু, যা কিছু সুন্দর। তাই মেনে নেওয়া ছাড়া আর উপায় কী? ৪০-এর দোরগোড়ায় আসতেই, বিশেষত মেয়েদের এই ভ্রু পাতলা হওয়ার প্রবণতা (eyebrow thinning) বেড়ে যায়। সাধারণত ঋতুবন্ধের পর মেয়েদের শরীরে নানান হরমোনাল ঘাটতির জন্যই চুলের মতন ভ্রু উঠে যাওয়াও অস্বাভাবিক কিছুই নয়। তবে কিছু ঘরোয়া টোটকা আছে, যা মেনে চললেই বাজিমাত হতে পারে। এই প্রতিবেদনে রইল এমন কিছু টিপস…
রাতে ভ্রু-তে লাগিয়ে শুতে যান অ্যালোভেরা জেল। ফার্ম ইজির মতে, এটি ভ্রু মোটা করতে অত্যন্ত সহায়ক। রোজ রাতে এই জেল হালকা ম্যাসাজ করে শুতে গেলেই আইব্রো ঘন এবং মোটা হবে।
নিউস্ক্র্যাবের মতে, কাঁচা দুধ রাতে লাগিয়ে শুতে গেলেও উপকার। কাঁচা দুধ ভ্রুকে লম্বা ও ঘন করে।
আইব্রো ঘন করতে অলিভ অয়েলের জুড়ি মেলা ভার। হেল্থ লাইনের মতে,আকর্ষণীয় ভ্রু পেতে নির্দ্বিধায় ব্যবহার করুন অলিভ অয়েল।
চুলের জন্য পেঁয়াজের রসের উপকারিতা নিয়ে দ্বিমত নেই। তবে জানেন কী? পেঁয়াজের রস সমান ভাবে ভ্রু-র ক্ষেত্রেও উপযোগী? আইব্রো ঘন করতে অত্যন্ত সহায়ক এই রস।
নারকেল তেলও সমান উপযোগী। হেল্থলাইনের মতে, নারকেল তেল আইব্রো ঘন ও মোটা করতে অত্যন্ত কার্যকর।