Home » আবার বড় পর্দায় রঞ্জিত মল্লিক ফিরছেন ”অপরাজেয়” হয়ে ।

আবার বড় পর্দায় রঞ্জিত মল্লিক ফিরছেন ”অপরাজেয়” হয়ে ।

বাঙলা চলচিত্রে মহানায়ক উত্তম কুমার ও  সৌমিত্রের  প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক এক অবিস্মরণীয় নাম। অভিনয় জীবন শুরু স্বর্গীয় মৃণাল সেনের ইন্টার্ভিউ ছবিতে। তারপর থেকেই তৎকালীন বহু বাঙলা ছবি তে রোম্যান্টিক নায়কের চরিত্রে তাকে অভিনয় করেছেন এবং সোময়ের সাথে তাল মিলিয়ে বহু বাঙলা ছবি তে প্রতিবাদী পার্শ্ব চরিত্রে দাপিয়ে অভিনয় করেগেছেন। রঞ্জিত মল্লিক কে অনেকেই মনে রেখেছেন ”দ্যা বেল্ট ম্যান” হিসাবে।

পরবর্তী কালে মেয়ে কোয়েল মল্লিক ও বাঙলা চলচিত্রে একজন সফল নায়িকা হয়েছেন, আর তার বিবাহের পর থেকেই বয়সের ভারে অভিনয় জগত থেকে প্রায় সরে গিয়ে ছিলেন। বাঙলা চলচিত্র প্রেমীরা বহুদিন ওনার অভিনয়ের আনন্দ ঠেকেও বঞ্চিত ছিলেন।

এবার নেহাল দত্তের পরিচালনায় এক অন্য ভূমিকায় বাঙালী তার প্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিক কে আবার নতুন করে খুব তাড়াতাড়ি দেখতে পাবেন।বাঙলার প্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিক ফিরছেন ”অপরাজেয়” হোয়েই।

এই গল্পটা একজন সত্যবাদী নিষ্টাবান উকিল শুভঙ্কর স্যানাল এর জীবন নিয়ে! যে কোনদিন মিথ্যা বা অসৎ কোন কাজ কে মেনে নেননি! কিন্তু জীবনের শেষ পর্যায়ে এসে এলোমেলো হয়ে যায় তাঁর জীবন! এক কেসে তাঁর মক্কেল টাকার জন্য অনৈতিক ভাবে কেস তুলে নেয়, এই কষ্টে অবসর নেন শুভঙ্কর! অবসর জীবনে তাঁর স্ত্রী তাঁদের একমাত্র পুত্র এবং পুত্রবধু ও নাতির প্রতিক্ষায় এক সময়ে নিজেকে শেষ করে দেন! ভেঙ্গে পড়েন শুভঙ্কর বাবু! কিন্ত আবার তাঁকে জাগিয়ে তোলে পাশের বাড়ির এক বৃদ্ধের ওপর বাড়ি বিক্রির ষড়যন্ত্র জড়িত এক সন্তানের অন্যায়ের বিরুদ্ধে আবারও গর্জে উঠলেন সেই হারানো শুভঙ্কর সান্যাল।

অভিনয়ে থাকছেন রঞ্জিত মল্লিক
সাবিত্রী চট্টোপাধ্যায়, লাবনী সরকার, সুমিত গাঙ্গুলী, মৃণাল মুখার্জি, ফাল্গুনী চট্টোপাধ্যায় , সায়ন ব্যানার্জী, ওরিন , গোপাল তালুকদার প্রমুখ।

প্রযোজনাঃ  সুমন কাঞ্জিলাল , Mojotale Entertainments ও শ্যাম দাগা ।

কাহিনীকার ঃ শ্যাম দাগা।

গণসংযোগ- রানা বসু ঠাকুর, JLT.

গতকাল আনুষ্ঠানিক ভাবে অপরাজেয়- র পোস্টার লঞ্চ হোয়েগেল। হাজির ছিলাম আমরাও । আপনাদের জন্য রইলো সেই অনুষ্ঠানের কলাকুশলী দের বক্তব্য। আপনাদের কাছে আমাদের আবেদন আমাদের ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাঈব কোরতে ভুলবেন না ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!