Home » অবশেষে গ্রেফতার তৃণমূল আশ্রিত “জয়ন্ত সিং”

অবশেষে গ্রেফতার তৃণমূল আশ্রিত “জয়ন্ত সিং”

কিছুক্ষন আগেই ডানলপের আই এস আই এলাকা থেকে গ্রেফতার হলেন তৃণমূল আশ্রিত সমাজবিরোধী জয়ন্ত সিং। আড়িয়াদহ এলাকায় মা ও ছেলেকে রাস্তায় ফেলে প্রাণঘাতী মারধর করার ঘটনায় অভিযুক্ত এই জয়ন্ত সিং বিগত চার দিন ধরে ফেরার ছিলেন।

madan mitra with jayanta sing

এর আগেও তৃণমূল আশ্রিত এই জয়ন্ত সিং এর নামে ছিলো দলের আরেক যুবনেতা কে হত্যার প্রচেষ্টার অভিযোগ। আড়িয়াদহ এলাকার ত্রাস এই জয়ন্ত সিং তৃণমূল নেতা মদন মিত্র ঘনিষ্ট বলেই আলোচিত হচ্ছে।। কামারহাটির প্রাক্তন সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায়, জয়ন্ত সিং ও মদন মিত্রের একত্রে বেশ কিছু ছবি প্রকাশ্যে আনেন। এছাড়াও সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য এই জয়ন্ত সিং কেই মদন মিত্রের ডান হাত বলে অভিযোগ করছেন।

এদিকে তৃণমূল আশ্রিত অভিযুক্ত জয়ন্ত সিং কে নিয়ে তৃণমূল দলের মধ্যেই শুরু হয়েছে দায় ঠেলাঠেলির খেলা। মদন মিত্র এখন জয়ন্ত সিং এর সাথে ঘনিষ্ঠতার কথা সম্পূর্ণ উড়িয়ে দিয়ে দমদম বিধায়ক সৌগত রায়ের দিকে ঠেলে দিচ্ছেন। সৌগত রায় এ বিষয়টিকে গুরুত্ব না দিয়ে জয়ন্ত সিং এর বিরুদ্ধে পুলিশ কে নির্দেশ দিয়েছেন কঠিন পদক্ষেপ নেবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!