বিজেপি শেয়ার করল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের ভিডিও ও চ্যাট, তৃণমূলের অন্দরমহলে বিতর্কের আগুন
তৃণমূল কংগ্রেসের (TMC) দুই প্রভাবশালী সাংসদের মধ্যে সাম্প্রতিক বাকবিতণ্ডা নিয়ে রাজ্য রাজনীতি ফের উত্তাল। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মহিলা TMC সাংসদের উত্তপ্ত বাক্য বিনিময়ের একটি ভিডিও এবং হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ করেছে বিজেপি। ওই ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল, এবং রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এই ভিডিও ও চ্যাট প্রকাশ্যে আনেন। সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একাধিক বিতর্কিত মন্তব্য করতে শোনা যায়। তিনি বলেন, “যেখানে মুসলমানরা নামাজ পড়েন, সেই জায়গা স্বয়ংক্রিয়ভাবে ওয়াকফ সম্পত্তি হয়ে যাবে।” এই বক্তব্যকে ঘিরেই তৈরি হয় বিতর্কের ঝড়।
Soon after the public spat between two TMC MPs in the precincts of the Election Commission of India on 4th April 2025, the irate MP continued slandering the ‘Versatile International Lady (VIL)’…
— Amit Malviya (@amitmalviya) April 8, 2025
This is the stuff legends are made of! pic.twitter.com/dsubQrmQUj
কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবশ্য তার মন্তব্যকে বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, “আমি কোনও ধর্মীয় স্থাপনা নিয়ে কিছু বলিনি। আমার বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘুরিয়ে দিচ্ছে বিজেপি।”

তবে শুধু এই বিতর্কই নয়, লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার প্রতি ব্যক্তিগত মন্তব্যও বিজেপির মহিলা সাংসদদের ক্ষুব্ধ করেছে। তারা লোকসভায় কল্যাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনাগুলি শুধুমাত্র তৃণমূলের অন্দরমহলের চাপের প্রতিফলন নয়, বরং বিজেপির তরফ থেকে রাজ্যে নিজেদের অবস্থান আরও মজবুত করার একটি কৌশল হিসেবেও দেখা যেতে পারে।
বর্তমানে নির্বাচনপূর্ব সময়ের উত্তেজনার মধ্যে এই ভিডিও এবং কথোপকথন নতুন করে রাজনৈতিক পারদ চড়িয়েছে। তৃণমূল এই ঘটনায় কী অবস্থান নেয় এবং দলীয় স্তরে কী ব্যবস্থা গ্রহণ করে, সেটাই এখন দেখার বিষয়।