বিরাটির সেন্ট স্টিফেন স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ৫ দিন ব্যাপী এক শীতের কার্নিভাল। কার্নিভাল শুরু হয় বিগত ২১ শে ডিসেম্বর, চলবে ২৫ শে ডিসেম্বর২০২২ অর্থাৎ ক্রিসমাস পর্যন্ত। বিভিন্ন বিপণীর এক গুচ্ছ স্টল, নানান মজার অ্যাকটিভিটি আর ছোটদের আনন্দ দেওয়ার নানান ব্যবস্থাপনা নিয়ে জমজমাট এই পাঁচ দিন ব্যাপী উইন্টার ফেস্টিভ্যাল। নিমতার মাঝেরহাটি মোড়ের যুবসংঘ ক্লাবের মাঠে আয়োজিত হয়েছে এই কার্নিভাল। সেন্ট স্টিফেন স্কুলের বার্ষিক অনুষ্ঠান ও নানান খাবারের বিপণী সাজিয়ে গত ২১ শে ডিসেম্বর শুরু হয় এই কার্নিভাল। এছাড়াও এই পাঁচ দিন ব্যাপী কার্নিভালে রয়েছে ছোটদের জন্য মজার সব কম্পিটিশন। অঙ্কন প্রতিযোগিতা থেকে, ছোটদের রান্নার প্রতিযোগিতা, ইন্টার স্কুল কম্পিটিশন, সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা সব মিলিয়ে জমজমাট এই কার্নিভাল। এই কার্নিভালে ২২ শে ডিসেম্বর উপস্থিত হয়েছিলেন অভিজিৎ সেন পরিচালিত, দেব, মিঠুন চক্রবর্তী, মমতা শংকর। শ্বেতা ভট্টাচার্য অভিনীত প্রজাপতি ছবির মিউজিক টিম।
উপস্থিত ছিলেন ছবির সঙ্গীত পরিচালক রথিজিত ভট্টাচার্য, কণ্ঠশিল্পী অর্কদীপ মিশ্র সহ আরো অনেকে। এদিন টিম প্রজাপতির তরফ থেকে কার্নিভাল প্রাঙ্গণে আয়োজিত হয়েছিল এক স্পেশাল ম্যাজিক শো। এছাড়াও অন্যান্য দিন থাকছে কুকিং ওয়ার্কশপ, সাইন্স ফেয়ার, অভিভাবক দের জন্য নানান কম্পিটিশন সহ আরো অনেককিছু। ক্রিসমাসে কার্নিভালের শেষ দিনে নিজেদের পারফরমেন্স নিয়ে উপস্থিত থাকবে দুটি খ্যাত নামা বাংলা ব্যান্ড The Sroted Cromosome এবং ক্যাকটাস। সব মিলিয়ে যে বর্ষ শেষের উদযাপনে এক পাঁচদিন ব্যাপী খুশির জোয়ার এনেছে সেন্ট স্টিফেন স্কুলের এই উইন্টার কার্নিভাল সেটা সহজেই বলা যায়।