আমাদের বাঙালি সমাজে শিক্ষা জগতে ইংলিশ মিডিয়াম বনাম বাংলা মিডিয়াম নিয়ে আছে বেশ কিছু বিতর্ক যে বিতর্ক হয়তো কোনদিনই থামার নয়। সর্বদাই বাংলা মিডিয়াম কে বা বাংলা মিডিয়াম স্কুলে পড়া মানুষদের কে নানান জায়গায় ছোট করাহয়। আর ঠিক সেই বিষয় কে নিয়েই বাঙালির জনপ্রিয় টিভি চ্যানেল স্টার জলসায় শুরু “বাংলা মিডিয়াম” যা ইতিমধ্যেই আপামোর বাঙালির কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এবার স্টার জলসার এই “বাংলা মিডিয়াম” পৌঁছে গেল সুদুর ব্যাংককে শুটিং করতে। বিদেশের মাটিতে বাংলা ধারাবাহিকের শুটিং একে বারেই নতুন একটা পদক্ষেপ বলা যেতেই পারে।
কিন্তু ঠিক কি ঘটতে চলেছে ব্যাংককে? জানতে চাইলে পরিচালক আমাদের জানান – ইন্দিরা আর পাঁচজন বাংলা মিডিয়ামের পড়াশোনা করা একজন মানুষ যে অন্য বাংলা মিডিয়ামের ছাত্র-ছাত্রীদের মতোই ইংরেজী ভাষা কে অপছন্দ না করলেও দৈনন্দিন জীবনের বেশ কিছু জায়গায় ইংরেজীতে কথা না বলতে পারার আত্মবিশ্বাস হারিয়ে থাকে। অন্যদিকে এই ধারাবাহিকের নায়ক চরিত্র ভিকি স্যার, ইন্দিরা কে পছন্দ করলেও তাকে বিয়ে করতে চায়নি চারন ইন্দিরা ইংলিশ মিডিয়ামের ছাত্রীনন বলেই। কিন্তু কোনভাবে বিয়েটা হয়েই যায় এবং তারা একে ওপরকে ভালোবাসতে শুরু করেছে এবং একে ওপরকে তারা সেকথা বলেওছে । তারপর ভিকিস্যার তার নায়িকা কে মধূচন্দ্রিমাতে ব্যাংককে ঘুরতে নিয়ে যায়।
কিন্তু এখানেই ঘটে বিপত্তি। একটি ষড়যন্ত্রের কারনে নায়ক ও নায়িকার মধ্যে বিচ্ছেদ। ভিকিস্যারের কোন দোষ বা কারোর কোন দোষ এখানে নেই অথচ একটি ষড়যন্ত্রে আটকা পড়ে ইন্দিরা।
এবার এখানেই পাসপোর্ট ভিসা না থাকা সত্বেও, ইংরেজি ভাষা বা ব্যাংককের স্থানীয় ভাষা না জানা সত্বেও ইন্দিরা কি ভাবে ফিরে আসে সেটাই দেখার। পরিচালক আমাদের আরো জানান, এটা দেখানোর উদ্দেশ্য বাংলা ভাষা কে তো গৌরবান্বিত করতে হবেই তাছাড়াও একটি নারী ইংরেজী ভাষা না জেনেও, স্বামীকে ছাড়া কি ভাবে নিজ বুদ্ধিবলে নিজের দেশে ফিরে আসে সেটাকেই তুলে ধরা এই পর্বে।
ইংলিশ মিডিয়ামের ইন্দিরা অর্থাৎ নায়িকা ত্রিয়াশা লেপচা আমাদের জানান, গত ২৩শে মার্চ তারা গিয়েছিলেন ব্যাংকক আর ফিরেছেন ২৯শে মার্চ। দুদিন ব্যাংকক ও দুদিন পাটায়ায় দারুন দারুন জায়গায় শুটিং হয়েছে। স্যন্থম ব্রীজ, চকলেট ভ্যালি, বিচ সাইট, মিমোসা ইত্যাদি নানান জায়গায় যা দেখলে দর্শকরা আনন্দ পাবেন।