কলকাতা : টানা ১০-১২ দিন রবির দাবদাহের পর আজ কলকাতা সহ আরো কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে । প্রচন্ড গরমের হাত থেকে অবশেষে নিস্তার পেয়েছে মানুষ। শনিবার তাপমাত্রা ৪২°সেলসিয়াস থেকে একলাফে ৩৪°-৩৬°সেলসিয়াসে নামে।
পূর্বাকাঙ্খিত এই বৃষ্টিপাতের কথা আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল। যার আঁচ শুক্রবার অর্থাৎ ২১ তারিখ দুপুর থেকেই পেয়েছে শহরবাসী। গত দুই সপ্তাহ ধরে দুপুর ১২ টার পর কার্যত বাড়ি থেকে বেরোতে পারছিলেন না সাধারণ মানুষ। তবে , শুক্রবার থেকেই রোদের তেজ কমতে শুরু করে ও আজ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃষ্টি নেমে আসে শহরে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, আগামী দুই থেকে তিন দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৬° সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬°সেলসিয়াস থাকবে। কলকাতা ছাড়াও পূর্ব মেদিনীপুর ,পশ্চিম মেদিনীপুর, হাওড়া ,উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সাথে সাথে সর্বোচ্চ ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর
তবে শহরবাসীর কপালে এই স্বস্তি খুব বেশিদিন স্থায়ী হবে না। বৃষ্টির পালা শেষ হলেই ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়তে পারে ভ্যাপসা গরম। রবিবার এমনই পূর্বাভাস দিল হাওয়া অফিস।