একটু আগেই বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ , মমতা বন্দ্যোপাধ্যায়ের মালবাজার সফরকে কেন্দ্র করে কটাক্ষ করলেন । বললেন , ‘ওনার ভিক্ষা দেওয়ার আর কিনে নেওয়ার অভ্যাস আছে। উনি কোনো দিনই সমস্যার গভীরে যান না।’ দিলীপের কথায়, ‘উনি ক্ষতিপূরণ দিয়েছেন।
এখানেই দীলীপ বাবূ ক্ষান্ত নন , রাজ্যের মানুষ যারা মুখ্যমন্ত্রীর লক্ষ্মী ভাণ্ডার সহ অন্যান্য প্রকল্পের সুবিধা নেন তাদের কেও ভিখারি বলতেও পিছুপা হোননি ।
আজ কিছুক্ষন আগে বীজেপি নেতা ও মন্ত্রী জীতু ভাগানি গুজরাতের প্রতিটি গৃহে বছরে ২ টি করে এলপিজি সিলেন্ডার বিনামূল্যে দেবার কথা ঘোষণা করলেন ।
এবার দীলীপ বাবূ কি বলবেন ? গুজরাতের মানুষ ও ভিখারি ? আপনাদের দলের নেতারাও ভিক্ষা দিচ্ছেন ?