বুক স্টল ঘিরে সমস্যার সূত্রপাত। কিছুক্ষণ আগেই গ্রেপ্তার হন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় সহ বামপন্থী নেতা ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ।
প্রতিক্রিয়া টুইট করেছেন বাঙলার অন্যতম বিখ্যাত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ।
রাসবিহারীর প্রতাপাদিত্য রোডে সিপিএমের বিপণিতে সপ্তমীর রাতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছিল। অভিযোগ, ওই বইয়ের বিপণিতে ‘চোর ধরো, জেল ভরো’র পোস্টার দেখেই শাসক দলের আপত্তির সূত্রপাত। অভিযোগের তির ছিল তৃণমূলের ‘আশ্রিত দুষ্কৃতী’দের দিকে। পুলিশ জানিয়েছে, বইয়ের বিপণি ও প্রতিবাদ সভা ঘিরে গন্ডগোল এড়াতেই গ্রেফতার করা হয়েছে। তৃণমূল প্রশ্ন তুলেছে, পুজো কমিটির সুবিধা-অসুবিধা না দেখে বইয়ের স্টল খুলে বসতে হবে কেন? বইয়ের বিপণি ভাঙচুরের প্রতিবাদ জানাতে গিয়ে অষ্টমীর সন্ধ্যায় গ্রেফতার হলেন কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় .
প্রতিক্রিয়া টুইট করেছেন বাঙলা সিনেমার অন্যতম নায়ক আবীর চট্টোপাধ্যায়