আর মাত্র হাতে গুনে ৩৭ দিন। তারপরই ঢাকে পরবে কাঠি। যত দিন এগিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনা। ঘরে ঘরে শুরু হয়েছে পুজো প্ল্যানিং, শপিং। আর যে প্রশ্ন কম-বেশি সবার মনে এ বছর দেবীর কীসে আগমন আর কীসে গমন!
দুর্গা পুজোর সপ্তমী যে বারে পরে তার উপর নির্ভর করে মা দুর্গা কোন বাহনে আসবেন। আবার সপ্তাহের যে বারে দশমী পরেছে তার উপর নির্ভর করে কোন বাহনে মা ফিরবেন। হিন্দু শাস্ত্র মতে, সপ্তমী বা দশমী তিথি রবিবার বা সোমবার হলে দেবীর আগমন বা গমন হবে গজে। আবার তা মঙ্গলবার বা শনিবার হলে মায়ের আগমন বা গমন হয় ঘোড়ায়। বুধবার হলে দেবীর নৌকায় আগমন বা গমন নির্দেশ করে। সপ্তমী বা দশমী যদি বৃহস্পতিবার বা শুক্রবার হয়, মায়ের আগমন ও গমন হয় দোলায়। মনে করা হয়,দেবীর একই বাহনে আগমন এবং গমন হলে তা অশুভ হয়।
এবারের পুজোয় মা আসছেন গজে। এই গজে আগমন ও গমনের ফল কী? গজ, হাতি বা হস্তি সমৃদ্ধির নির্দেশ করে। শাস্ত্র অনুজায়ী,দেবী আগমন বা গমন হাতিতে হলে মর্ত্যলোক ভরে ওঠে সুখ,শান্তি ও সমৃদ্ধি। পৃথিবীতে উন্নতি হয় চাষবাস ও শিল্পের। ফলন ভাল হয়। ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হয়। এককথায়, দেবীর গজে আসার ফল শস্যপূর্ণ বসুন্ধরা।