কলকাতাঃ দিনকয়েক আগেই মুক্তি পেয়েছে পরিচালক হরনাথ চক্রবর্তী পরিচালিত ‘ওহ লাভ্লি’ (Oh! Lovely)। সগৌরবে এখন সেই ছবি চলছে বিভিন্ন প্রেক্ষাগৃহে। এই ছবিতে প্রথমবারের জন্য অভিনয় করতে দেখতে পাওয়া যাবে মদন মিত্রকে (Madan Mitra)। ‘ওহ লাভ্লি’ কথাটির জনকও তিনি। তবে এবার নাকি বিধানসভায় থেকে খোদ মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যাযয়ের (Mamata Banerjee) মুখে শোনা গেল ‘ওহ লাভ্লি’র কথা। বললেন,’এখন সব লাভলি চলছে।’ সূত্রের খবর, বিধানসভায় মদনের সঙ্গে দেখা হয় মুখ্যমন্ত্রীর। তখনই হেসে মদনকে একথা বলেন মমতা।
একাধারে, মুক্তি পেয়েছে গদর-২। অন্যদিকে, ব্যোমকেশ। অ্যাকশন হিরো সানি দেওল ও মহানায়কের রমরমা উপেক্ষা করেই মুক্তি পেয়েছে প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্রের প্রথম সিনেমা। হরনাথ চক্রবর্তী পরিচালিত এই সিনেমা মুক্তি পেয়েছে রাজ্যের ৩৫টি সিনামে হলে।
প্রসঙ্গত, ছবির প্রিমিয়ারে বিনোদন জগতের তারকাদের উপস্থিতি ছিল চোখ ধাঁধিয়ে দেওয়ার মত। পরিচালকের দাবি, মদনবাবু বেশ পাকা অভিনেতা। সিনেমায় তিনি নায়িকার বাবার ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে তাঁর চরিত্রের নাম সুবিমল রায়। কামারহাটির বিধায়ক সংবাদমাধ্যমে জানিয়েছেন, তাঁর ইচ্ছে ইচ্ছা আছে রাজ্যের বেশ কয়েকটি হলে গিয়ে এই সিনেমা দেখার। ‘ওহ লাভলি’- হিট হোক তা চান তিনি।